শেষ আপডেট: 3rd February 2023 14:50
দ্য ওয়াল ব্যুরো: সাজা ঘোষণার পর থেকেই গত ১৬ বছর ধরে পলাতক ছিল খুনের আসামি কুখ্যাত মাফিয়া। এক যুগেরও বেশি সময় পর তার খোঁজ মিলল অন্য দেশ থেকে। সেখানে পিৎজা শেফ হিসেবে রীতিমতো জমিয়ে বসে কাজকর্ম করছিল ফেরার-খুনি (mobster found working as pizza chef)! এত বছর পর অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করল পুলিশ।
অভিযুক্ত মাফিয়ার নাম এদগার্দো গ্রেকো (Edgardo Greco)। ৬৩ বছর বয়সি ওই ব্যক্তি ইতালির বাসিন্দা। দক্ষিণ ইতালির কালেব্রিয়া এলাকার কুখ্যাত মাফিয়া দল 'এনদ্রাংঘেতা'র (Ndrangheta) সদস্য ছিল সে। নয়ের দশকে ইতালিতে থাকাকালীন একাধিক গ্যাংওয়ারে জড়িয়ে পড়েছিল গ্রেকো। তার বিরুদ্ধে অন্তত ৩টি খুনের অভিযোগ রয়েছে, যার মধ্যে দুটি খুনের ঘটনায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল ইতালির আদালত।
তারপর থেকে ফেরার ছিল সে। ইতালির 'মোস্ট ওয়ান্টেড' আসামিদের তালিকায় নাম ছিল গ্রেকোর। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন এদিক-ওদিক গা ঢাকা দিয়ে থাকার পর ফ্রান্সে পালিয়ে যায় অভিযুক্ত। ২০২১ সালের জুন মাসে সেন্ট এতিয়েনে গিয়ে থাকতে শুরু করে গ্রেকো। সেখানে একটি রেস্তোরাঁ খুলে বসে সে। ক্যাফে রোজিনি রিস্তোরান্তে নামের সেই রেস্তোরাঁয় পিৎজা শেফ হিসেবে কাজ করছিল কুখ্যাত সেই আসামি।
পুলিশ জানিয়েছে, পাওলো দিমিত্রিও নাম নিয়ে শহরের অন্যান্য ইতালিয়ান রেস্তোরাঁতেও শেফ হিসেবে কাজ করতো সে। তবে নয়া পরিচয়ে বেশিদিন গা ঢাকা দিয়ে থাকা হল না গ্রেকোর। সম্প্রতি পুলিশের জালে ধরা পড়ে যায় সে। ৬৩-র প্রৌঢ় কুখ্যাত গ্যাংস্টারকে এখন ইতালিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে।
প্রসঙ্গত, ইতালির সবচেয়ে ক্ষমতাশালী এবং কুখ্যাত মাফিয়া দল বলে ধরা হয় এনদ্রাংঘেতাকে। সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্মের ইতিহাস রয়েছে তাদের। দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে কোকেন পাচারে সক্রিয় ভূমিকা রয়েছে এই মাফিয়া দলের।
জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে কাটা হাত-পা! দেহ পিষে দিয়ে গেল একের পর এক গাড়ি