শেষ আপডেট: 6th March 2025 16:17
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনায় এবার বামেদের ছাত্র সংগঠনকে কড়া হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
রাজের কথায়, "২ মিনিট সময় লাগবে! আমাদের পার্টির লোকেরাও উগ্র হতে পারে!"
গত শনিবার থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে একাংশ ছাত্রর বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক কলেজ পড়ুয়ার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় জখম হন আরও এক পড়ুয়া। পাল্টা হিসেবে বামেদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিশৃঙ্খলা করার অভিযোগ এনেছে তৃণমূল।
ঘটনায় আগেই বামেদের ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার কড়া হুঁশিয়ারি দিলেন রাজ।
রাজের কথায়, "তৃণমূলের জমানা বলেই যাবদপুরে এটা করতে পারছে ওরা। এটা সিপিএমের জমানায় হলে যে দল এরকম করতো তাদের তো রাজ্যেই থাকতে দিত না। সিপিএমের ওই অহঙ্কারই ওদের বিলুপ্ত করে দিয়েছে।" এরপরই রাজ বলেন, "তৃণমূলের লোকেরাও উগ্র হতে পারে, ২মিনিট সময় লাগবে। কিন্তু আমাদের পার্টি তা সমর্থন করে না। বলবে না, যে যাও বিরোধীদের মেরে আসো।"
এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া ধেয়ে এসেছে বাম শিবির থেকে। সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, "রাজ চক্রবর্তী ঠিকই বলেছেন। তৃণমূল উগ্র হতে পারে। কিন্তু বাংলার কলেজগুলির ভোটে লড়াইয়ের সাহস দেখাতে ওরা পারে না। তাই বছরের পর বছর কলেজগুলিতে নির্বাচন আটকে রেখেছে।"