শেষ আপডেট: 10th December 2021 17:02
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে এটিকে মোহনবাগানের অবস্থাও ভাল নয়। তারা পরপর দুটি ম্যাচ হেরেছে। তৃতীয় ম্যাচে যাতে হারতে না হয়, সেইজন্য দলের ফুটবলারদের সতর্ক করলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। শনিবার সবুজ মেরুন দলের সামনে চেন্নাইয়ান এফসি। তারাও ভাল ফর্মে রয়েছে। কোচ দলের ফুটবলারদের পইপই করে বলেছেন, হারের হ্যাটট্রিক রুখতে হবে। আগে বিপক্ষকে বুঝে নিয়ে আক্রমণে যেতে হবে। তবে কোচ চান খেলায় মানসিকভাবে এগিয়ে থাকতে গেলে শুরুতে গোল পেলেও চলবে। দলের কৌশলও বদলে ফেলছেন হাবাস। তিনি শনিবার দলকে নামাবেন ৪-৪-২ ছকেই। তিরির মতো তারকা ডিফেন্ডার মাঠে ফিরছেন, তিনি সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে শুরু করবেন। এদিন এটিকে মোহনবাগানের হেডস্যার হাবাস বলে দিয়েছেন, তিরির কোনও চোট নেই, তাঁকে আমরা প্রতিটি ম্যাচেই পাব। দলের ডিফেন্স নিয়ে সমস্যা সেই প্রথম ম্যাচ থেকেই। দল গোল দিলেও সেটি ধরে রাখতে ব্যর্থ হচ্ছে, সেইজন্যই রক্ষণের ছক ঢেলে সাজাতে চান কোচ। হাবাস বলেছেন, ‘‘রক্ষণকে বাড়তি দায়িত্ব নিতে হবে, তবে আমাদের মাঝমাঠ বসে যাচ্ছে, তারা না খেললে দলের আক্রমণভাগের ফুটবলারদের চাপ বেড়ে যাচ্ছে, তাদের নিচে নামতে হচ্ছে। তাতে অনেকটা ফাঁকা জমি তৈরি হয়ে যাচ্ছে।’’ রয় কৃষ্ণদের কোচ এও জানিয়ে রেখেছেন, পুরো ম্যাচে ভাল খেলতে হবে। বিরতি পর্যন্ত খেলে হারিয়ে গেলাম তা করলে চলবে না। খেলতে হবে দাপিয়ে পুরো ৯০ মিনিটই। দলে তারকা থাকতেও হারতে হচ্ছে কেন? হাবাস বলছেন, ‘‘আমাদের পুরো দল হিসেবে খেলতে হবে। আমি চাই না ব্যক্তিগত ক্যারিশমায় ম্যাচ জিততে। দলের মধ্যে দরকার ভারসাম্য। সেটি এসে গেলেই দল আবারও ছন্দে চলে আসবে।’’