Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্নপাকিস্তানি আজাদের হাত ধরে ভোটার তালিকায় ৭৮ বিদেশি! তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি ইডিরআমি বলেছিলাম বলেই তো ‘শোলে’-তে অমিতাভকে নেওয়া হয়েছিল: ধর্মেন্দ্র‘চাকরি চাই’, এইচআর-কে প্রশ্ন করে ভাইরাল, এখন অটো চালান বেঙ্গালুরুর প্রাক্তন আইটি কর্মী পণের মিথ্যা মামলার প্রতিবাদে বৌয়ের পাড়ায় চায়ের দোকান যুবকের! হাতকড়া পরে চলছে বেচাকেনা
Corona Virus

এখন থেকেই কি মাস্ক পরা জরুরি! করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ হাইকোর্টের প্রধান বিচারপতির

করোনা সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ কলকাতা হাইকোর্টে। রাজ্যের তরফে কোনও গাইডলাইন এলেই তা রেজিস্টার জেনারেলকে জানানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

এখন থেকেই কি মাস্ক পরা জরুরি! করোনার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ হাইকোর্টের প্রধান বিচারপতির

শেষ আপডেট: 22 December 2023 16:47

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত দু'সপ্তাহে দেশে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গেও তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এমন আবহে করোনা সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ কলকাতা হাইকোর্টে। রাজ্যের তরফে কোনও গাইডলাইন এলেই তা রেজিস্টার জেনারেলকে জানানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

আদালত সূত্রের খবর,  শুক্রবার একটি মামলা চলাকালীন প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট প্লিডার। তাঁকে দেখে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমজানতে চান, "পশ্চিমবঙ্গে তিনজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। কেরলেও ৫০০র বেশি মানুষ করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত। রাজ্যের তরফে কি কোনও গাইডলাইন প্রকাশ করা হয়েছে? এখন থেকেই কি মাস্ক পরা জরুরি?"

প্রধান বিচারপতির এই প্রশ্নের উত্তরে গর্ভমেন্ট প্লিডার অনির্বাণ রায় জানান, রাজ্য সরকারের তরফে এখনও নিষেধাজ্ঞামূলক কোনও গাইডলাইন জারি করা হয়নি। তবে রাজ্য পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে।

পরিস্থিতি উদ্বেগজনক হলে তবেই গাইড লাইন জারি করা হবে বলে তিনি জানান। এরপরই প্রধান বিচারপতি বলেন, রাজ্যের তরফে কোনওরকম গাইডলাইন আসলেই সেই গাইডলাইন যেন হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। গাইডলাইন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ।

শুধু এদেশে নয়, বিশ্বজুড়েই নতুন করে করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যে রাজ্যগুলিকে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। এ ব্যাপারে বুধবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব। সেখানে করোনা আক্রান্তদের RT-PCR টেস্টের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এ ব্যাপারে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিকে বাড়তি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এই মুহূর্তে রাজ্যে সেভাবে করোনার বিশেষ বাড়বাড়ন্তের ঘটনা না ঘটলেও আপৎকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে কলকাতা এবং জেলার হাসপাতালগুলিতে কিছু বেড কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


ভিডিও স্টোরি