Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
School Service Commission

এসএসসির নিয়োগে গতি আনতে বড় উদ্যোগ রাজ্যের, প্রস্তাব গেল মন্ত্রিসভায়

হঠাৎ এই পদ তৈরির কারণ কী? কাদের নিয়োগ করা হবে এই পদে?

এসএসসির নিয়োগে গতি আনতে বড় উদ্যোগ রাজ্যের, প্রস্তাব গেল মন্ত্রিসভায়

গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 16 June 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনে (School Service Commission) যুগ্ম সচিবের (Deputy Secretary Post) জন্য দুটি পদ তৈরি বিষয়ে আলোচনা শুরু হল। সূত্রের খবর, এ ব্যাপারে মন্ত্রিসভায় (Cabinet) প্রস্তাব এসেছে। শীঘ্রই ওই প্রস্তাব কার্যকরী করা হতে পারে।

নিয়োগে দুর্নীতির অভিযোগে (Recruitment Corruption) স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিমকোর্ট (Supreme Court)। যার জেরে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এ ব্যাপারে ৩১ মে'র মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশ মেনে গত ৩০ মে রাজ্যের তরফে স্কুল সার্ভিস কমিশনের তরফে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশ করা হয়েছে।

সেক্ষেত্রে বিপুল সংখ্যক এই নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতেই এসএসসিতে এবার যুগ্ম সচিবের জন্য দুটি পদ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অনেকের মত।

হঠাৎ এই পদ তৈরির কারণ কী? কাদের নিয়োগ করা হবে এই পদে?

নবান্ন সূত্রের খবর, এতদিন এসএসসিকে সচিব এবং সহকারী সচিবের পদ ছিল। এবার যুগ্ম সচিবের দুটি পদ তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। একজন যুগ্ম সচিব পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি দেখবেন অপরজন প্রশাসনিক কাজকর্ম।

মন্ত্রিসভায় প্রস্তাব পাস হওয়ার পর ডব্লউবিসিএস এর সিনিয়ার ডেপুটি সেক্রেটারি ব়্যাঙ্কের অফিসারদের মধ্যে থেকেই দু'জনকে বেছে নেওয়া হবে এসএসসির এই নয়া পদে। এর ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে অনেক বেশি গতি আসবে বলেই মত রাজ্যের। সে কারণেই স্কুল সার্ভিস কমিশনে অতিরিক্ত সচিবের জন্য দুটি পদ তৈরির ভাবনা।


ভিডিও স্টোরি