Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তাঁকে খুঁজতে বেরিয়েই মৃত্যু! মহেশতলার ঘটনায় গ্রেফতার মৃত নার্সের স্বামীইতিহাসের পথে জোকোভিচ, উইম্বলডনের সেমিফাইনালে সিনারের মুখোমুখি সার্ব তারকাদিল্লি সহ বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠল ভূমিকম্পে, অনেকে বলছেন, 'দীর্ঘতম' কম্পনএখনই পাওয়া যাবে না রোদের ঝলক! নাছোড় বৃষ্টিতে আরও ভিজবে রাজ্যএকজন ৪৪, অন্যজন মাত্র ২৩! রাজস্থানে যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃত দুই পাইলটের পরিচয় প্রকাশ্যেপিএসজির চার তোপে পুড়ে ছাই রিয়াল মাদ্রিদ! ক্লাব বিশ্বকাপের ফাইনালে এনরিকে বাহিনী'আমি নোবেল পাওয়ার যোগ্য', দাবি কেজরিওয়ালের! বিজেপি বলছে, এর থেকে হাস্যকর কিছু হয় নাস্বাধীনতা সংগ্রামীরা ‘সন্ত্রাসবাদী’! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ঘিরে বিতর্কগুজরাত সেতু বিপর্যয়: ১ ঘণ্টা ধরে চিৎকার করেছিলেন, নিজে বাঁচলেও স্বামী-সন্তান হারালেন মহিলাপচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের

ইসরোর ‘মেঘনাদ’ রিস্যাট-২বিআর১, মহাকাশে পাড়ি দেবে ভারতের এই গুপ্তচর উপগ্রহ, কাউন্টডাউন শুরু

দ্য ওয়াল ব্যুরো: আরও একটা শিরায় শিরায় উত্তেজনা। টানটান শিহরণ। আর কয়েক ঘণ্টা পরেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মাটি ছাড়িয়ে ডানা মেলবে ইসরোর রিস্যাট-২বিআর১। সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রথম লঞ্চ প্যাড থেকে আজ, বুধবার বিকেল ৩টে ২৫ মিনিট

ইসরোর ‘মেঘনাদ’ রিস্যাট-২বিআর১, মহাকাশে পাড়ি দেবে ভারতের এই গুপ্তচর উপগ্রহ, কাউন্টডাউন শুরু

শেষ আপডেট: 10 December 2019 13:00

দ্য ওয়াল ব্যুরো: আরও একটা শিরায় শিরায় উত্তেজনা। টানটান শিহরণ। আর কয়েক ঘণ্টা পরেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মাটি ছাড়িয়ে ডানা মেলবে ইসরোর রিস্যাট-২বিআর১। সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রথম লঞ্চ প্যাড থেকে আজ, বুধবার বিকেল ৩টে ২৫ মিনিট নাগাদ ৬২৮ কিলোগ্রাম ওজনের এই গুপ্তচর উপগ্রহকে মহাকাশে পাঠাবে ইসরো। পাক মাটিতে জঙ্গি গতিবিধি থেকে সমুদ্র সুরক্ষা— রিস্যাট-২বিআর১ স্যাটেলাইট হতে চলেছে মহাকাশে ভারতের গোপন চোখ। শত্রু শিবিরের অবস্থান জানতে অ্যাডভান্সড ইলেকট্রনিক ইনটেলিজেন্স স্যাটেলাইট বা এমিস্যাটের উৎক্ষেপণ সফল। আমেরিকা, রাশিয়া, চিনের পর চতুর্থ দেশ হিসেবে ভারতের অস্ত্রভাণ্ডারে সম্প্রতি যোগ হয়েছে কৃত্রিম উপগ্রহ ধ্বংসকারী ‘অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল’ ASAT। গত ২৭ নভেম্বর কার্টোস্যাট সিরিজের তৃতীয় প্রজন্মের  অত্যাধুনিক নজরদারি উপগ্রহ কার্টোস্যাট-৩-এর উৎক্ষেপণও সফল। মহাকাশ-সাফল্যে আরও একবার নিজেদের প্রমাণ করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আরও নির্ভুল ভাবে শত্রুশিবিরের উপর নজরদারি চালাতে পাঠানো হচ্ছে রিস্যাট সিরিজের এই অত্যাধুনিক উপগ্রহকে। https://twitter.com/isro/status/1204367072915939328 পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পিএসএলভি-সি৪৮-এর পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হবে এই গুপ্তচর উপগ্রহকে। ইসরো জানিয়েছে, রকেটে দ্বিতীয় পর্যায়ে জ্বালানি ভরার কাজ শেষ। চতুর্থ পর্যায়ে অক্সিডাইজার ভরার কাজও শেষ। লঞ্চ প্যাডে সেজেগুজে বসেছে রিস্যাট-২বিআর১। এবার সঠিক সময়ের অপেক্ষা। পৃথিবীর ৫৭৬ কিলোমিটার কক্ষপথে ৩৭ ডিগ্রি কৌণিক অবস্থানে বসানো হবে এই গুপ্তচর উপগ্রহকে। রিস্যাট-২বিআর১ উপগ্রহের সঙ্গেই ইজরায়েল, ইতালি, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের আরও ৯টি উপগ্রহকে মহাকাশে নিয়ে যাবে ইসরোর রকেট।

রিস্যাট-২বিআর১ হবে মেঘের আড়ালে মেঘনাদ

ইসরো চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, সীমান্তের ও-পারে শত্রুপক্ষের সেনাঘাঁটি বা জঙ্গিদের গোপন ঘাঁটির খুঁটিনাটি থেকে ভারত মহাসাগরে বাড়তে থাকা চিনের উপদ্রব—সবকিছুই পাকা গোয়েন্দার মতো ভারতের হাতে তুলে দেবে এই উপগ্রহ। মেঘের আড়ালে লুকিয়ে নজরদারি চালাবে শত্রুশিবিরের উপর। মহাকাশবিজ্ঞানীদের কাছে তাই রিস্যাট পর্যায়ের এই নয়া উপগ্রহ এক কথায় ভারতের বিশ্বস্ত গুপ্তচর। রিস্যাট-২বিআর১ উপগ্রহে রয়েছে রিস্যাট এক্স-ব্যান্ডের সিন্থেটিক অ্যাপারচার রাডার (SAR) যা দিন ও রাতে নির্ভুল ছবি তুলতে সক্ষম। মেঘ ফুঁড়ে ভূমির যে কোনও ছবি, শত্রু শিবিরের অবস্থান, সন্ত্রাসবাদীদের গোপন গতিবিধি, তাদের যোগাযোগের মাধ্যম সবকিছুরই তুরন্ত ছবি তুলে পাঠাতে পারবে এই উপগ্রহ। এমনকি পাশাপাশি এক মিটার দূরত্বের ‘অবজেক্ট’ নির্ভুল ভাবে চিহ্নিত করতে পারবে এটি। শুধু শত্রদের গতিবিধি নয়, এর সিন্থেটিক অ্যাপারচার সেন্সর আবহাওয়ার তথ্যও দেবে সঠিক ভাবে। মহাকাশবিজ্ঞানীদের মতে, এর রাডারে ধরা পড়া ছবি দেখে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার জন্য আগাম পদক্ষেপ নেওয়া যাবে। ইসরোর চেয়ারম্যান কে সিভনের কথায়, “ভারতের জন্য এই উপগ্রহের উৎক্ষেপণ নিঃসন্দেহে বড় ঘটনা।”

আরও পড়ুন: ইসরোর কার্টোস্যাট ৩: শত্রুঘাঁটির খবর দেবে, দেখাবে লুকনো সুড়ঙ্গ, নজরদারি উপগ্রহ উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু

রিস্যাট সিরিজের গুপ্তচরেরা মহাকাশে ভারতের শক্তিশালী অস্ত্র

রিস্যাট সিরিজের চারটি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ইসরো। তাদের উল্লেখযোগ্য রিস্যাট-১, রিস্যাট-২ এবং রিস্যাট-২বি । রিস্যাটের পুরনো সিরিজের উপগ্রহের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতেই ২০১৬-য় হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। চলতি বছরে পুলওয়ামা হামলার প্রত্যাঘাত হিসেবে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে যে বিমান-হানা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা, সেটাও ওই রিস্যাটের পাঠানো ছবির ভিত্তিতেই। ইসরোর বিজ্ঞানীদের কথায়, পুরনো রিস্যাটের থেকে নতুন রিস্যাট প্রযুক্তিগত ভাবে অনেক বেশি শক্তিশালী এবং নিখুঁত পর্যবেক্ষণ ক্ষমতা সম্পন্ন। এপ্রিলেই মহাকাশে পাড়ি দিয়েছে নজরদারি উপগ্রহ এমিস্যাট (EMISAT)। মাত্র ৪৩৬ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি পৃথিবী থেকে ৭৬৩ কিমি দূরত্বের কক্ষপথে স্থাপন করা হয়েছে। মহাকাশ বিজ্ঞানীদের দাবি সীমান্ত পারের যে কোনও জায়গায় জঙ্গি শিবিরে কড়া নজরদারি চালাবে এই নয়া উপগ্রহ।  শুধু তাই নয়, এই ইলেকট্রনিক স্যাটেলাইট সহজেই বলে দেবে শত্রু শিবিরে কী কী গ্যাজেট সক্রিয়।  জানুয়ারিতে ৭৪০ কিলোগ্রাম ওজনের একটা উপগ্রহকে কাঁধে চাপিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল’ বা পিএসএলভি-সি-৪৪। ‘মাইক্রোস্যাট-আর’ নামে এই উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছিল সেনাবাহিনীর গবেষণামূলক কাজের জন্যই। যেটি রাতের পরিষ্কার ছবি তুলে পাঠাতে সক্ষম।

ভিডিও স্টোরি