শেষ আপডেট: 25th September 2023 17:56
দ্য ওয়াল ব্যুরো: কোনও দলের জালেই বল জড়াল না। নির্ধারিত সময় পরে ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির (East Bengal vs Jamsedpur FC) ম্যাচের ফল গোলশূন্য। আইএসএলের (ISL 2023) শুরুতেই আটকে গেল লাল-হলুদ ব্রিগেড।
ম্যাচের তিন মিনিটের মধ্যে একের পর এক গোল মিস ইস্টবেঙ্গলের। বিরতির আগে পর্যন্ত লাল হলুদের তিন গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু পারেনি তারা। আসল কাজ করতে পারলেই অনেক নিশ্চিন্তে থাকা যেত।
প্রথমার্ধের কিছুক্ষণ সময়ে জামশেদপুর চাপ সৃষ্টি করেছিল লাল হলুদ বক্সে। কিন্তু ওই পর্যন্তই। শেষমেশ কার্লোস কুয়াদ্রাতের দলের রক্ষণ সেই আক্রমণকে প্রতিহত করতে পেরেছে।
২১ মিনিটে নন্দকুমারকে লক্ষ্য করে লং বল দেওয়া হয়, শেষমেশ বল ফলো করেও আসল কাজ করতে পারেননি নন্দকুমার। যদিও এটা বলা যায়, একটা সময় ইস্টবেঙ্গলের আক্রমণভাগের বিরুদ্ধে একা লড়ছিলেন জামশেদপুর গোলরক্ষক রেহনেশ।
ইস্টবেঙ্গল প্রথমার্ধে সেরা সুযোগ পেয়েছে খেলার ৩৮ মিনিটে। নন্দকুমার থ্রো, বোরহা পাস দেন সিভিরিওকে। ফাঁকায় গোলরক্ষককে পেয়েও বল জালে ঠেলতে পারেননি। সিভিরিও হতাশা করেছেন। তিনি মিস পাস করেছেন পর্যাপ্ত। সব থেকে বড় কথা, সেইসময় গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন জামশেদপুর গোলরক্ষক, সেটি না দেখে বল বাইরে মেরেছেন। চার মিনিট বাদেই ফের মন্দারের পাস, সেটি ধরে নন্দকুমার সিভিরিওকে দিলে তিনি কী করবেন, বুঝেই উঠতে পারলেন না।
বিরতির আগে পর্যন্ত লাল হলুদ দল দুটি উইং ধরে খেলেছে। বোরহা অনবদ্য, তিনি মাঝমাঠে ফুল ফুটিয়েছেন। কিন্তু এত গোল মিসের রোগ কার্লোসের দলকে ভোগাতে পারে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ইস্টবেঙ্গলের পেনাল্টি পাওয়া নিয়ে বিতর্ক হয়। রেফারি অবশ্য পেনাল্টি দেননি। দেখা যায়, বক্সের মধ্যে বিপক্ষের প্রতীক হাত দিয়ে বল লাগালেও সেটি অনিচ্ছাকৃত ছিল, সেই কারণেই লাল হলুদ ফুটবলারদের দাবিতে কান দেননি রেফারি।
গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছেন কার্লোস কুয়াদ্রাতর ছেলেরা। বিপক্ষের ডি বক্সে বারবার হানা দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত বল জালে জড়াতে পারেননি। ম্যাচের একেবারে শেষ লগ্নে জামশেদপুরের এমিল বেন্নি লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যান। তবে শেষ তিন মিনিটে ১০ জনের জামশেদপুরের বিরুদ্ধেও গোল করতে পারল না ইস্টবেঙ্গল।
গত তিন মরশুম ধরে লাল হলুদের পারফরম্যান্স ভাল নয়। তারা শেষদিকে থাকছে। গতবার ইস্টবেঙ্গল শেষ করেছিল লিগে তালিকায় নয় নম্বরে। কিন্তু গত তিনবারের তুলনায় এবারের ইস্টবেঙ্গলের চেহারা অনেক পাল্টেছে। দলে এসেছেন নতুন কোচ। বেশ কয়েকজন নতুন তারকাও খেলছেন। ডুরান্ড কাপ জিততে না পারলেও কোচ কুয়াদ্রাতর হাত ধরে ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল। কিন্তু আইএসএলের প্রথম ম্যাচে কিছুটা ছন্নছাড়াই লাগল লাল-হলুদ ব্রিগেডকে। সর্মথকরা, এদিন যুবভারতী থেকে খালি হাতেই বাড়ি ফিরলেন। তবে সকলের আশা, পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল একাদশ: প্রভসুখন গিল (গোলরক্ষক), নিশুকুমার, খাবরা (অধিঃ), জোসে পার্দো, মন্দার দেশাই, সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, বোরহা হেরেরা, নন্দকুমার, জেভিয়ার সিভেরিও নাওরেম মহেশ।
আরও পড়ুন: চুঁচুড়ার কলেজ রোডের বাড়িতে উৎসব, পুজোয় ফিতে কাটার ডাক পাবেন তিতাস