শেষ আপডেট: 31st March 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে তোলপাড় চলছে। সাধারণ মানুষকে লকডাউনের গুরুত্ব বোঝাতে রাস্তায় নেমেছেন পুলিশকর্মীরা। মহামারী ঠেকাতে প্রাণের ঝুঁকি নিয়ে দিবারাত্র অলিতে গলিতে ঘুরে দেশবাসীকে সতর্ক করার দায়িত্ব নিয়েছেন তাঁরা। এবার পুলিশকর্মীদেরই নিশানা বানিয়ে নাকি হামলার পরিকল্পনা করছে পশ্চিম এশিয়ার কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট, পুলিশ ও গোয়েন্দার রিপোর্ট বলছে তেমনটাই। পুলিশের ডেপুটি কমিশনার (স্পেশাল সেল) বলেছেন, গোয়েন্দা সূত্র জানিয়েছে অতর্কিতে হামলা চালাতে পারে আইসিস জঙ্গিরা। কর্তব্যরত পুলিশকর্মীরাই তাদের নিশানা। দেশের সব রাজ্যের পুলিশ-প্রশাসনকে এই ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। রাজধানী দিল্লি প্রথম টার্গেট হতে পারে জঙ্গিদের, গোয়েন্দা সূত্র জানিয়েছে এমনটাই। দিল্লির বিভিন্ন পিকেট, ব্যারিকেডে অতন্দ্র প্রহরায় রয়েছে পুলিশকর্মীরা। লকডাউনের নিয়ম যাতে না ভাঙা হয় সেদিকে ২৪ ঘণ্টা কড়া নজর রাখছেন তাঁরা। দিল্লি পুলিশ ও গোয়েন্দা সূত্র জানাচ্ছে, শহরের কোথায় কতজন পুলিশকর্মী দায়িত্বে রয়েছেন তার সব খবরই নাকি পৌঁছচ্ছে জঙ্গিদের কাছে। দিল্লির পাশাপাশি জঙ্গিদের তালিকায় রয়েছে মহারাষ্ট্র ও দক্ষিণের রাজ্যগুলিও। আতঙ্কের এই পরিবেশে নিরাপত্তার সামান্য ফাঁক হলেই হামলা হতে পারে জঙ্গিদের। সম্প্রতি নিজেদের সাপ্তাহিক বিজ্ঞপ্তি ‘আল নাবা’ প্রকাশ করে আইএসের সোশ্যাল মিডিয়া সূত্র জানিয়েছিল, করোনা আক্রান্ত দেশগুলিতে আপাতত হামলা না চালানোরই সিদ্ধান্ত নিয়েছে তারা। কোভিড-১৯ থেকে রক্ষা পেতে জঙ্গিদের কীভাবে সতর্ক থাকতে হবে তার নির্দেশিকাও জারি করেছিল আইএসের সোশ্যাল মিডিয়া সেল। এরই পাশাপাশি জঙ্গিদের আল্লাহর উপর ভরসা রাখার কথাও বলা হয়েছিল ওই মুখপত্রে। আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন, এই বিশ্বাস যেন প্রত্যেকে রাখে। প্রতিদিন যেন তারা পাঁচ ওয়াক্ত নমাজ পড়ে। সেইসঙ্গে জঙ্গি শিবিরের মধ্যে কারও শরীর খারাপ হলে ঊর্ধ্বতন কম্যান্ডারকে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। শুধু সতর্ক নয়, জঙ্গিদের যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছিল। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, ভাইরাস আতঙ্কের আবহে গোটা দেশ যখন স্বাস্থ্য পরিষেবা নিয়ে চিন্তিত, এই ফাঁকেই বড়সড় নাশকতা চালানোর চেষ্টা করতে পারে জঙ্গিরা।