কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের জন্য ব্যবহৃত কালি থেকে নির্বাচনের যে সব সরঞ্জাম, সেই কাজের বরাত পেয়েছে গুজরাতের একটি সংস্থা। এই নিয়েই কমিশন ও বিজেপির আঁতাত দেখছে তৃণমূল।
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 18 June 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচন (Kaliganj Assembly by-Election)। সেই উপ নির্বাচনের ১২ ঘণ্টা আগে কমিশনের (Election Commission) 'নিরপেক্ষতা' নিয়ে বড় প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী (TMC) চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।
এদিন এক সাংবাদিক বৈঠক থেকে চন্দ্রিমা বলেন, কালীগঞ্জের উপনির্বাচন নিয়ে কমিশনের ডাকা টেন্ডার এবং যে সংস্থা কাজের বরাত পেয়েছে, তাতে আদতে কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে।
চন্দ্রিমার কথায়, " আমরা মনে করি নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে। সে কোনও পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করবে না। কিন্তু কমিশনের কাজকর্ম দেখে মনে হচ্ছে ওরা যেন কোনও রাজনৈতিক দলের হয়ে কাজ করছে? না হলে বেছে বেছে গুজরাতের সংস্থাকে কেন এত নম্বর দেওয়া হল?"
প্রসঙ্গত, কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের জন্য ব্যবহৃত কালি থেকে নির্বাচনের যে সব সরঞ্জাম, সেই কাজের বরাত পেয়েছে গুজরাতের একটি সংস্থা। এই নিয়েই কমিশন ও বিজেপির আঁতাত দেখছে তৃণমূল।
চন্দ্রিমা বলেন, "কালীগঞ্জের নির্বাচনে কমিশন একাধিক পদক্ষেপ করছে, তা প্রশংসনীয়। কিন্তু ওয়েব কাস্টিংয়ের জন্য যে টেন্ডার ডাকা হয়েছিল সেখানে মাত্র তিনটি কোম্পানি অংশ নেয়। তাতে একটি কোম্পানিকে দেওয়া হল শূন্য নম্বর, একটিকে ১৫ আর গুজরাতের সংস্থাকে ১০০ তে ১০০ নম্বর দেওয়া হল। কীভাবে একটি সংস্থা ১০০ তে ১০০ পায়? নাকি সবটাই পূর্ব পরিকল্পিত?"
কমিশনের বিরুদ্ধে শাসকদলের আনা এই অভিযোগ ঘিরে ভোটের ১২ ঘণ্টা আগে নতুন করে শোরগোল তৈরি হয়েছে। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।