শেষ আপডেট: 12th March 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের জমানায় রাজ্যের ভাঁড়ার ধুঁকছে। হামেশাই এই অভিযোগে সরব হয় বিরোধী দল বিজেপি। বুধবার বিধানসভা অধিবেশন থেকে কেন্দ্রের মোদী সরকারের (Modi Government) বিরুদ্ধে পাল্টা আর্থিক সঙ্কটের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রীর কথায়, "কেন্দ্র জিএসটি (GST) করে সব টাকা নিয়ে যাচ্ছে। আসলে কেন্দ্র আর্থিক সংকটে রয়েছে।"
পর্যবেক্ষকদের অনেকের মতে, জিএসটি প্রসঙ্গে কেন্দ্রের আর্থিক সঙ্কটের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে মোদী সরকারের 'অচ্ছে দিন' নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছেন। ওই মহলের মতে, মমতা বোঝাতে চেয়েছেন মোদীর আমলে দেশ এগোয়নি বরং ক্রমশ পিছিয়ে পড়ছে।
এ প্রসঙ্গে এদিন কটাক্ষের সুরে মমতা এও বলেন, "হিরেতে জিএসটি নেই, কিন্তু জিরেতে জিএসটি আছে!" যার অর্থ, গরিব মানুষের ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে বড়লোকদের ট্যাক্সে ছাড় দিচ্ছে।
তা সত্ত্বেও বাংলা কীভাবে এগিয়ে চলেছে সেই প্রসঙ্গও টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যয়ের কথায, "জিএসটি করে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমাদের কথা শুনছে না। তবু লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সব কাজ আমরা নিজেদের কোষাগার থেকে করছি।"
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পর থেকে আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে বাংলার টাকা আটকে রাখার অভিয়োগে অতীতে দিল্লিতে গিয়েও বিক্ষোভ দেখিয়ে এসেছে তৃণমূল। রাজ্যের দাবি, বকেয়া বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য টাকার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। তার ওপর জিএসটি লাগু করে বাংলার প্রাপ্য করের টাকাও কেন্দ্র নিয়ে যাচ্ছে বলে আগেও বারে বারে সরব হয়েছে তৃণমূল।
এবার এ বিষয়ে কেন্দ্রের আর্থিক সঙ্কটের জল্পনাও উস্কে দিলেন তৃণমূল নেত্রী। এখন দেখার পাল্টা জবাবে পদ্ম শিবির কী বলে।