শেষ আপডেট: 10th March 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আগেই হয়েছে। সদ্য খবর হয়েছিল যে কেন্দ্রীয় সরকার (Central Government) এখন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টকেও (Bank Account) সংযুক্ত করতে চাইছে। রেশন বণ্টন সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে তাতেও দরকার মতো সংশোধনের প্রস্তাব দেবে বলে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক (Food Department)।
এর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, আগামীতে কি তাহলে রেশনে চাল-গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক?
সোমবার এ ব্যাপারে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান, "রেশনের ভর্তুকি বা লিঙ্ক, এই সংক্রান্ত কোনও বিষয় কেন্দ্রের তরফ থেকে এখনও অবধি রাজ্যকে জানানো হয়নি। কোনও কথাও হয়নি এ ব্যাপারে। হয়তো কেন্দ্রের ভাবনার স্তরে রয়েছে সবটা।
তিনি জানান, রাজ্যে ৯৫ শতাংশের বেশি ভোক্তাদের কেওয়াইসি করা আছে। আধার লিঙ্ক আছে। ফলে কেন্দ্র চাইলেই ব্যাঙ্কের তথ্য পেয়ে যাবে। লাইন দেওয়ার কোনও কারণই নেই।
সূত্রের খবর, ফেব্রুয়ারির ২৮ তারিখ কেন্দ্রীয় খাদ্যসচিবের সঙ্গে রাজ্যের খাদ্যসচিবদের বৈঠক হয়। সেখানে কেন্দ্রীয় সরকার তাদের প্রস্তাবের কথা জানায়। রেশন বণ্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১৫ সালের নির্দেশিকায় সংশোধনের কথাও বলা হয় সেখানে।
এই সংশোধন অনুযায়ী, নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও নিয়ে নেবে।