শেষ আপডেট: 9th January 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: মালদহের নেতা দুলাল সরকার খুনের ঘটনায় মালদহেরই তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব।
এমন আবহে আগামী ১২ জানুয়ারি প্রয়াত তৃণমূল নেতার স্মৃতিতে স্মরণসভার আয়োজন করল শাসকদল। জানা যাচ্ছে, ইংরেজ বাজারের ওই স্মরণসভায় হাজির থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার।
সূত্রের খবর, গোষ্ঠী কোন্দলে লাগাম টানতেই ১২ তারিখ মালদহে যাচ্ছেন তৃণমূলের রাজ্য দুই নেতা। স্মরণসভার শেষে দলের নেতৃত্বদের নিয়ে বৈঠকও করবেন তাঁরা। বস্তত, তৃণমূলের সাংগঠনিক রদবদলও এ মাসে হওয়ার কথা। তার আগে মালদহে রাজ্য নেতৃত্বর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত পর্যবেক্ষকদের।
সূত্রের দাবি, স্মরণসভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেতে পারেন বলে চর্চা শুরু হয়েছিল। তবে ওই দিন একাধিক কর্মসূচি থাকায় শেষ পর্যন্ত অভিষেক মালদহের মিটিংয়ে যাচ্ছেন না বলেই খবর।
এ ব্যাপারে দলের রাজ্য সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "ওইদিন সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য নেতৃত্বর আসার কথা রয়েছে। দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।" একই সঙ্গে খুনের নেপথ্যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ উড়িয়ে কৃষেন্দু নারায়ণের দাবি, "এটা পুরোপুরি ব্যক্তিগত ঝামেলা। এর সঙ্গে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই।"
কৃষেন্দু একথা বললেও দুলাল সরকার খুনে নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতার হতেই প্রকাশ্যে এসে পড়েছে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব। ইতিমধ্যে ধৃত তৃণমূল নেতার পরিবারের তরফেও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
দলের আর একটি সূত্রের দাবি, ২০২২ সালে দলের একটি কর্মসূচি ঘিরে দুলাল বনাম নরেন্দ্রর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। তারই জেরে এই খুন বলে কোনও কোনও মহলের দাবি।