Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ঝকঝকে ছবি ওঠে এমন ক্যামেরা ফোন খুঁজছেন? ৩০ হাজার টাকার মধ্যেই পাবেন এগুলিগুরুগ্রামে প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস, ঢুকে গেল ট্রাক! কমলা সতর্কতা জারি এলাকাজুড়েশিক্ষা, সেচ দফতরে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! অভিযুক্ত সিঁথি থানার এএসআই৪৩ দিন পর নিজে নিজেই ঘরে ফিরল ইসলামপুরের নির্যাতিত নাবালককাঁথিতে শুভেন্দুর মিছিলে প্রশাসনের 'না', হাইকোর্টে বিজেপিEng vs Ind: ব্যালকনির মতোই আইকনিক লর্ডসের ‘ঢাল’, জেনে নিন এর ঐতিহ্য ও ইতিহাস!বলিউডের ৫ গোপন প্রেম! রোমান্সের গুঞ্জনে ভাসছে ইন্ডাস্ট্রি৩০ বছর পর কাশ্মীরের হ্রদে ফুটল পদ্ম, 'ঈশ্বরের উপহার' ফিরে পেয়ে আবেগে ভাসলেন চাষিরাকাশ্মীর এখন আর ‘ফাঁকা’ নয়, কলকাতায় এসে পর্যটকদের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লারশীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
Rajeev Kumar

রাজীব কুমার কি ডিজি পদে ফিরছেন, নাকি আরও সময় নিতে পারে নবান্ন!

প্রশ্ন হল, রাজীব কুমার কি ডিজি পদে ফেরানো হবে?

রাজীব কুমার কি ডিজি পদে ফিরছেন, নাকি আরও সময় নিতে পারে নবান্ন!

রাজীব কুমার

শেষ আপডেট: 11 June 2024 10:37

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের সময়ে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদ থেকে রাজীব কুমারকে যে সরানো হতে পারে সেই দেওয়াল লিখন স্পষ্টই ছিল। হয়েছেও তাই। রাজ্য পুলিশের বর্তমান ডিজি হলেন সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়। 

ভোট মিটে গেছে। আদর্শ আচরণবিধিও তুলে নিয়েছে নির্বাচন কমিশন। প্রশ্ন হল, রাজীব কুমার কি ডিজি পদে ফেরানো হবে?

অতীতে ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ে রাজীব কুমারকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরিয়েছিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই তাঁকে ফের সেই পদে ফিরিয়ে আনা হয়। কিন্তু এবার এখনও তেমনটা ঘটেনি। এরই মধ্যে মঙ্গলবার নবান্নে মেগা প্রশাসনিক বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে ভেবেছিলেন এরই মধ্যে পুলিশের শীর্ষ পদে বুঝি রদবদল হয়ে যাবে। কিন্তু এখনও তা হল না কেন?

নবান্নের এক কর্তার মতে, লোকসভা ভোট মিটতেই চারটি বিধানসভার উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ১০ জুলাই হবে ভোট। তার মধ্যে কলকাতার একটি আসন তথা মানিকতলা বিধানসভার উপ নির্বাচনও রয়েছে। অনেকে মনে করছেন, এখনই রাজীব কুমারকে ডিজি পদে ফেরালে উপ নির্বাচনের সময় তাঁকে কমিশন ফের সরানোর প্রস্তাব দিতে পারে। সেক্ষেত্রে প্রশাসনের জন্য অস্বস্তিকর পরিস্থিতি হতে পারে। 

জুলাই মাসে চারটি উপ নির্বাচন দিয়েই আপাতত ভোট পর্ব মিটবে না। লোকসভা ভোটে দুই দলের আরও ৬ জন বিধায়ক প্রার্থী হয়েছেন এবং জিতেছেন। সেই ৬টি আসনেও উপ নির্বাচন অনিবার্য। তা হয়তো অগস্ট বা সেপ্টেম্বর মাসে হবে। হতে পারে ততদিন রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে ফেরানো হবে না। এ ব্যাপারে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা এখন সেটাই দেখার।


ভিডিও স্টোরি