শেষ আপডেট: 1st March 2024 14:06
দ্য ওয়াল ব্যুরো: টং-চুংথাং সড়কের সেই সৌন্দর্য বহুদিন অবধি পর্যটকদের কাছে রুদ্ধই ছিল। উত্তর সিকিমের ভয়াবহ বিপর্যয়ের কারণে পর্যটনের দরজা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। সিকিম পর্যটনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দার্জিলিং-গ্যাংটক। ফলে সিকিম বিপর্যয়ের রেশ পড়েছিল উত্তরবঙ্গের পর্যটনেও। গত বছর পুজোর ছুটিতে সিকিমে ঘুরতে যাওয়ার টিকিট ক্যানসেল করেছিলেন অনেকেই। এ বছর থেকে সিকিমের দরজা আবার খুলে গেছে। আর সেই সঙ্গেই সিকিম-দার্জিলিং পর্যটনকে ঢেলে সাজাতে বড় উদ্যোগ নিচ্ছে আইআরসিটিসি। মাস খানেকের মধ্যে ৯টি ট্যুর প্যাকেজ চালু করতে পারে আইআরসিটিসি।
আইআরসিটিসির ‘গ্রিন সিকিম’ এয়ার প্যাকেজ খুবই লোভনীয়। পাঁচ রাত-ছ’দিনের এয়ার প্যাকেজে গ্যাংটক, পেলিং, শিলিগুড়ি ভ্রমণের ব্যবস্থা। এইরকম ট্যুর প্যাকেজের ধাঁচেই এবার রেল পর্যটনের ব্যবস্থাও হচ্ছে। আইআরসিটিসি জানাচ্ছে, সিকিম বাঙালিদের প্রিয় জায়গা। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি, বাঙালির ঘুরতে যাওয়ার লিস্টে দার্জিলিং বা সিকিম থাকবেই। পাহাড়ি রাজ্যটির পর্যটন যত বাড়বে ততই ফুলেফেঁপে উঠবে উত্তরবঙ্গের পর্যটনও। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। উত্তরবঙ্গ ঘেঁষা এই পাহাড়ি রাজ্যের পর্যটনের উপর উত্তর বাংলার বিশেষত পরিবহণ ব্যবসায়ীদের একটি বড় অংশ সরাসরি নির্ভরশীল। কারণ সিকিম ট্যুর প্যাকেজের মধ্যে দার্জিলিং, শিলিগুড়িও থাকে।
কী কী ট্যুর প্যাকেজ থাকছে?
‘সিকিম সিলভার’ ট্যুর প্যাকেজ আনছে আইআরসিটিসি। পাঁচ রাত ছ’দিনের ট্যুরে দার্জিলিং, গ্যাংটক এবং কালিম্পং ঘোরানো হবে। মাথাপিছু মূল্য ধরা হয়েছে ১৭ হাজার ৮৫০ টাকা।
‘সিকিম প্ল্যাটিনাম’ ট্যুর প্যাকেজে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পংয়ের সঙ্গে জুড়বে পেলিংও। সাত রাত, আট দিনের প্যাকেজ। এই প্যাকেজে মাথাপিছু খরচ ২৩ হাজার ৪০০ টাকার মতো।
‘সিকিম গোল্ড’ প্যাকেজও বেশ আকর্ষণীয়। এই ট্যুরে মূলত গ্যাংটক ও গ্যাংটকের নানা অফবিট জায়গা ঘোরানো হবে। প্যাকেজ পাঁচ রাত ছ’দিনের। মাথাপিছু মূল্য ১৯ হাজার টাকা থেকে শুরু।
‘সিকিম ডায়মন্ড’ ট্যুর প্যাকেজেও মাথাপিছু খরচ ১৯ হাজার টাকা থেকে শুরু। ছ’রাত সাত দিনের ট্যুরে পর্যটকদের ঘোরানো হবে দার্জিলিং, গ্যাংটক, পেলিং।
সিকিম-দার্জিলিং ট্যুর প্যাকেজও রয়েছে লিস্টে। পাঁচ রাত ছ’দিনের জন্য ঘোরানো হবে দার্জিলিং এবং গ্যাংটক। মাথাপিছু ৪৭ হাজার ১০০ টাকা থেকে শুরু প্যাকেজ মূল্য।
সিকিমের নানা অফবিট জায়গা নিয়ে অফবিট-সিকিম ট্যুর প্যাকেজ শুরু করবে আইআরসিটিসি। উত্তর সিকিমের নানা জায়গা থাকতে পারে এই প্যাকেজে। এই অফবিট-সিকিমের নানারকম ট্যুর প্যাকেজ করতে পারে আইআরসিটিসি। খরচও হবে সেই অনুরূপ।