শেষ আপডেট: 24th February 2019 07:41
রামেশ্বরম থেকে মীনাক্ষি, চার দিনে দ্রাবিড়-তীর্থ ঘুরে দেখাবে রামসেতু এক্সপ্রেস
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণের তীর্থযাত্রীদের জন্য ‘রামসেতু এক্সপ্রেস’ পরিষেবা শুরু করতে চলেছে রেল। এই বিশেষ এক্সপ্রেস ট্রেনটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে অবশ্য সেই আইআরসিটিসি-ই। ধর্মীয় ঐতিহ্যের কথা মাথায় রেখে তৈরি এই ট্রেনটি রেলের ভারত দর্শনের নতুন অঙ্গ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। এই প্রথম নয়। ভারতীয় রেল কয়েক বছর ধরেই তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন রুটে বিশেষ কিছু ট্রেন চালানো শুরু করেছে। রেল সূত্রের খবর, এই রামসেতু এক্সপ্রেস তারই একটি। এই ট্রেনটিতে করে তামিলনাড়ুর ১৫টি গুরুত্বপূর্ণ মন্দির ও দেবস্থান ঘুরে দেখানোর ব্যবস্থা করেছে রেলের কর্পোরেট সংস্থা আইআরসিটিসি। আইআরসিটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ের তম্বারম থেকে রাত সওয়া বারোটার সময়ে এই ট্রেনটি ছাড়বে তীর্থযাত্রীদের নিয়ে। এক-একটি দর্শনীয় জায়গায় যাওয়ার জন্য স্টেশন থেকে সড়কপথে সেই জায়গায় যাওয়ার খরচ, নিরাপত্তার অঙ্ক ও সারা দিনের নিরামিষ খাওয়া-- সব খরচই ধরা থাকবে নির্দিষ্ট প্যাকেজে। চার দিনের জন্য এই রেল-প্যাকেজের মাথাপিছু খরচ ৪,৮৮৫ টাকা। তম্বারম থেকে ২৮ তারিখ রাতে যাত্রা শুরু করে ট্রেনটি আবার সেখানেই ফিরে আসবে ৩ মার্চ। ট্রেনটি নন-এসি হলেও স্বাচ্ছন্দ্যে কোনও রকম খামতি থাকবে না বলেই দাবি করছে রেল। থাকছে প্যান্ট্রি কারও। ট্রেনটি তম্বারম থেকে যাত্রা শুরু করে চেঙ্গালপেট, তিনডিভানম, ভিল্লুপুরম, বৃধাচলম স্টেশনগুলি হয়ে এগোবে। তীর্থযাত্রীরা চাইলে এ সব জায়গা থেকেও ট্রেনটিতে চড়তে পারবেন। প্যাকেজে দর্শনীয় ভ্রমণ স্থানগুলির মধ্যে থাকছে শ্রীরঙ্গম, তিরিচি, রামেশ্বর, মাদুরাই, তাঞ্জোর, কুম্ভকোমন। বেশ কয়েক বছর ধরে আইআরসিটিসি তীর্থযাত্রীদের জন্য তীর্থভ্রমণের বিশেষ ব্যবস্থা করছে। যার মধ্যে এই রামসেতু এক্সপ্রেস যথেষ্ট গুরুত্বপূর্ণ। ট্রেনটিকে ভগবান রামের নানা প্রতিকৃতি দিয়ে সাজানোর পাশাপাশি তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ মন্দিরের ছবিও থাকছে এতে।