Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রী
Rajiv Kumar

পুনরায় ডিজি হলেন রাজীব কুমার, সঞ্জয়কে পাঠানো হল দমকলে

ভোট মিটে যেতেই রাজীব কুমারকে যে রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো হবে তা দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল। হলও তাই।

পুনরায় ডিজি হলেন রাজীব কুমার, সঞ্জয়কে পাঠানো হল দমকলে

রাজীব কুমার

শেষ আপডেট: 15 July 2024 13:00

দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটে যেতেই রাজীব কুমারকে যে রাজ্য পুলিশের ডিজি পদে ফেরানো হবে তা দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল। হলও তাই। বর্তমান ডিজি তথা সিনিয়র আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়কে দমকলের ডিজি পদে পাঠিয়ে দেওয়া হল। পরিবর্তে পুনরায় রাজ্য পুলিশের ডিজি হলেন রাজীব কুমার।

লোকসভা ভোটের সময়ে নির্বাচন কমিশনের নির্দেশে আইপিএস অফিসার রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরাতে বাধ্য হয় রাজ্য সরকার। তাঁকে তথ্য ও প্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদের দায়িত্ব দেয় নবান্ন। তবে লোকসভা ভোট মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই রাজীবকে ডিজি পদে ফেরানো হয়নি। তার নেপথ্যে কৌশলগত কারণ ছিল। লোকসভা ভোটের এক মাস পর গত ১০ জুলাই রাজ্যে চারটি বিধানসভায় উপ নির্বাচন হয়। নবান্নের আশঙ্কা ছিল, লোকসভা ভোটের পরই রাজীবকে ডিজি পদে ফেরালে উপ নির্বাচনের সময়ে ফের নির্বাচন কমিশন তাঁকে সরানোর নির্দেশ দিতে পারে। তাই উপ নির্বাচন পর্ব শেষ হওয়ার অপেক্ষায় ছিল রাজ্য। তা হয়ে যেতেই রাজীবকে রাজ্য পুলিশের শীর্ষ পদে ফেরানো হল। 

লোকসভা ভোটের আগে সঞ্জয় মুখোপাধ্যায় দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল ছিলেন। তাঁকে সেই পদেই ফেরানো হয়েছে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন পুলিশ কর্তা হলেন রাজীব কুমার। এর আগে কলকাতা পুলিশের কমিশনার, সিআইডি-র অ্যাডিশনাল ডিজি পদে ছিলেন তিনি। উনিশের লোকসভা ভোটের সময়ে তাঁকে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিল। এবারও যে ভোটের সময় তাঁকে ডিজি পদ থেকে সরানো হবে সেই দেওয়াল লিখন পরিষ্কার ছিল। কিন্তু রাজীবকে ফের ডিজি পদে ফিরিয়ে মুখ্যমন্ত্রীও এই পুলিশ কর্তার প্রতি তাঁর আস্থা আরও একবার যে বুঝিয়ে দিলেন। নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশের পর অবিলম্বে দায়িত্ব বুঝে নিতে চলেছেন তিনি।


ভিডিও স্টোরি