শেষ আপডেট: 3 April 2023 12:50
দ্য ওয়াল ব্যুরো: লড়াই করেও ম্যাচ জিততে পারল না কেএল রাহুলের লখনউ সুপার জায়েন্টস (CSK vs LSG)। চেন্নাইয়ের কাছে ১২ রানে হারতে হল। আইপিএলে (IPL 2023) ঘরের মাঠে চেন্নাই যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা আজ আবারও প্রমাণিত হল।
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রাহুল। কিন্তু চেন্নাইয়ের দুই ওপেনারের দাপটে লখনউর সামনে বড় রানের লক্ষ্য দেন ধোনিরা। দলের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড (৩১ বলে ৫৭) থেকে শুরু করে ডেভন কনওয়ে (২৯ বলে ৪৭), শিবম দুবে (১৬ বলে ২৭), এমনকী আম্বাতি রায়াডুও (১৪ বলে ২৭) রান পেয়েছেন। আর শেষবেলায় ধোনি ম্যাজিক দেখে চিপক। পরপর দু’বলে ছয় মেরে আউট হয়ে গেলেও ধোনি মন ছুঁয়ে নেন ক্রিকেট ভক্তদের। এদিন আবার তিনি ৫০০০ রান পূর্ণও করে ফেললেন আইপিএলে।
আইপিএলের উদ্বোধনী ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাতের কাছে হারতে হয়েছিল চেন্নাইকে। কিন্তু চিপকে ফিরেই চেনা ছন্দে দেখা গেল দলকে। লখনউর সামনে ২১৮ রানের টার্গেট দেন ধোনিরা। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন লখনউর দুই ওপেনার রাহুল ও কাইল মায়েরস।
মূলত কাইলের (২২ বলে ৫৩) ঝোড়ো ব্যাটিং ম্যাচ জেতানোর স্বপ্ন দেখান লখনউ ভক্তদের। কিন্তু পরের দিকে মঈন আলি একাই তছনছ করে দেয় বিপক্ষের ব্যাটিং লাইনআপ। তিনি একাই নেন চার উইকেট। তুষার দেশপান্ডে নেন ২ উইকেট। শেষের দিকে মার্ক উড লড়াই করলেও ম্যাচ জিতিয়ে ফেরাতে পারেননি।
চিপকে নেমেই ধোনিরা ফিরলেন সেরা ছন্দে, লখনউয়ের টার্গেট ২১৭ রান