শেষ আপডেট: 22nd September 2023 11:55
দ্য ওয়াল ব্যুরো: ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপেল (Apple) ভারতে শুরু হয়েছে আইফোন ১৫ সিরিজের (iPhone 15 Series) বিক্রি। এই সিরিজ নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। এবার প্রথম মুম্বইয়ের অ্যাপেল স্টোর থেকে বিক্রি হচ্ছে আইফোন। আর তা কেনার জন্য স্টোরের বাইরে লম্বা লাইন! কেউ আর অপেক্ষা করতে চাইছেন না যেন, কে আগে হাতে পাবেন না নিয়ে রীতিমতো 'যুদ্ধ' বেঁধে গেছে। সেই চাহিদা মেটাতে আসরে নামল ব্লিঙ্কইট (Blinkit)।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আইফোন ১৫ সিরিজ ডেলিভারির জন্য ব্লিঙ্কইটের মতো সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে অ্যাপেল রিসেলার উইনিকর্ন ইনফো সলিউশন। অর্ডার দেওয়ার মাত্র ১০ মিনিটে (10-Minute Delivery) গ্রাহকের হাতে পৌঁছে যাবে আইফোন ১৫ সিরিজের মডেল।
ব্লিঙ্কইট সংস্থার সিইও আলবিন্দর ধিন্দসা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আইফোন-১৫ সিরিজের নতুন মডেলগুলি পাওয়া যাবে ব্লিঙ্কইটে। এখন দিল্লি-এনসিআর, মুম্বই ও পুণেতে ব্লিঙ্কইটে অর্ডার করলে ১০ মিনিটে আইফোন ১৫ সিরিজের ফোনগুলি গ্রাহকরা হাতে পাবেন।
শুক্রবার মাঝরাত থেকেই মুম্বইয়ের অ্যাপেল স্টোরের বাইরে উপচে পড়ছে ভিড়। শুধু মুম্বই নয়, দিল্লির সাকেতেও খোলা হয়েছে এক্সক্লুসিভ অ্যাপেল স্টোর। সেখানেও ক্রেতাদের লম্বা লাইন দেখা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই স্টোরের বাইরেও ভোর থেকেই লম্বা লাইন পড়েছে।
আইফোন ১৫ সিরিজের ওপর ৬ হাজার টাকা ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে তবেই এই অফার পাওয়া যাবে। প্রতিবছরই আইফোন কোনও না কোনও নতুন মডেল লঞ্চ করে।
আইফোন ১৫ সিরিজের দাম নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বইছে। কেউ বলছেন কিডনি বেছে কিনতে হবে আইফোন', কেউ আবার বলছেন, 'যাঁরা একটা ফুসফুস ও একটা কিডনি নিয়ে বাঁচতে চাইছেন, তাঁরাই আইফোন ১৫ কিনতে ছুটছেন'।
আরও পড়ুন: বারাণসী স্টেডিয়ামে শিবের ছায়া! ডুগডুগির মতো প্রেসবক্স, ফ্লাডলাইটে ত্রিশূল