শেষ আপডেট: 13th September 2023 07:23
দ্য ওয়াল ব্যুরো: প্রতীক্ষার অবসান। লঞ্চ হল আইফোন ১৫ সিরিজের চারটি মডেল (iPhone 15 Series Launch)। এই সিরিজ নিয়ে আইফোনপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। কেমন দাম হবে, কেমন ফিচার্স নিয়েও জল্পনা চলছিল। কারণ এই সিরিজ নিয়ে আইফোন প্রস্তুতকারক কোম্পানি অ্যাপেল চুপ ছিল!
মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের সদর দফতরে লঞ্চ হয় এই সিরিজের। আইফোন ১৫ (iPhone 15), আইফোন ১৫ প্লাস (iPhone 15 Plus), আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max)- এই চারটি মডেল একসঙ্গে লঞ্চ করল অ্যাপেল (Apple)।
দাম ও ফিচার্সে চমক রয়েছে আইফোন ১৫ সিরিজে। এই সিরিজের মোবাইলগুকিতে ব্যবহার করা হয়েছে এ১৬ বায়োনিক চিপসেট। সেইসঙ্গে এই সিরিজের সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয় হল, এতে প্রথমবারের জন্য টাইপ-সি ইউএসবি পোর্ট।
এছাড়াও ভারতবাসীর জন্য সখবর রয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে অ্যাপেল বিক্রি শুরু করবে 'মেড ইন ইন্ডিয়া' আইফোন! অর্থাৎ ভারতে অ্যাসেম্বল করা আইফোনের বিক্রি শুরু করতে চলেছে মার্কিন সংস্থা। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রিবুকিং।
আইফোন ১৫-এর দাম ভারতে শুরু হচ্ছে ৭৯, ৯০০ টাকা থেকে। আইফোন ১৫ প্লাস মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৮৯, ৯০০ টাকা থেকে। এই বেস ভ্যারিয়েন্ট যাতে ১২৮ জিবি স্টোরেজ থাকছে। এছাড়াও এই মডেলের আরও একটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, যার স্টোরেজ ৫১২ জিবি।
এবার আসা যাক, আইফোন ১৫ প্রো ও আইফোন প্রো ম্যাক্সের কথায়। আইফোন ১৫ প্রো-এর দাম শুরু হচ্ছে ১,৩৪, ৯০০ টাকা থেকে। আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১, ৫৯, ৯০০ টাকা থেকে শুরু। এই দুই মডেলে ১২৮ জিবিএবং ২৫৬ জিবি স্টোরেজ ছাড়াও ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ সমেতও পাওয়া যাবে।
আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলে প্রাইমারি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। এখানে সোনির সেন্সর ব্যবহার করা হচ্ছে। কম আলোতে ভাল ছবি তুলতে এই সেন্সরের জুড়ি মেলা ভার। ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। ৪৮ মেগাপিক্সেল ছাড়াও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে।
আরও পড়ুন: অনলাইনে অর্ডার নয়, মায়ের হাতের সুস্বাদু রান্না খেতে দিন বাচ্চাদের! পরামর্শ হাইকোর্টের