ফাইল ছবি
শেষ আপডেট: 1 October 2024 16:17
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ৭ সদস্যের টিম গঠন নবান্নের। অবসরপ্রাপ্ত রাজ্য পুলিশের ডিজি তথা সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের চেয়ারম্যান সুরজিৎ করপুরকায়স্থকে মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছে বলে খবর।
আরজি করে পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় সুবিচারের দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এদিন সকালেই সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীরা জানান, ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জানা যাচ্ছে, গত ২৮ সেপ্টেম্বর এব্যাপারে সুরজিৎ করপুরকায়েস্থর নেতৃত্বে একটি তদন্তকারী কমিটি গঠন করে রাজ্য। ওই কমিটি রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে।
নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, তদন্তকারী দলে রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত ডিজি ছাড়াও রয়েছেন কর্নেল এন পাল সিং, জয় বিশ্বাস, তাপস মাইতি, পুষ্পা, সৌম্য ভট্টাচার্য ও খলিদ কাইজার। পাশাপাশি তদন্তকারী দলের কাজ হবে বা কেমনভাবে তাঁরা কাজ করবেন সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে।
রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশও যেমন সেখানে রয়েছে তেমনি স্বাস্থ্যকর্মীদের জন্য কাজের পরিবেশ তৈরির নির্দেশ-সহ একাধিক গাইডলাইনস দিয়েছে নবান্ন। সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে আগামী দু’মাসের মধ্যে নবান্নে রিপোর্ট জমা দেবে তদন্তকারী দল।
নবান্নের তরফে আরও জানানো হয়েছে, তদন্তকারী দল প্রয়োজন মনে করলে তাঁদের মনোনীত সদস্যকেও নিয়োগ করতে পারেন।