শেষ আপডেট: 14th October 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসের শেষ দিকেও একবার বলেছিলেন। ফের একবার যুদ্ধ জিগির চাগিয়ে দিলেন চিনা প্রেসিডেন্ট তথা সিপিসির সর্বোচ্চ নেতা শি জিনপিং। চিনের পিপল লিবারেশন আর্মিকে তাঁর বার্তা, উচ্চ পর্যায়ের সতর্কতা রাখুন। যুদ্ধের জন্য প্রস্তুত হোন। চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া জানিয়েছে, যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন শি। বুধবার তিনি গিয়েছিলেন শেনঝেন প্রদেশের স্পেশাল ইকোনমিক জোনের ৪০ বছরের পূর্তি অনুষ্ঠানে। ১৯৮০ সালে এই এসইজেড তৈরি করেছিল চিন সরকার। মূলত বিদেশি পুঁজি টানার জন্যই এই এসইজেড গড়ে উঠেছিল। ওই অনুষ্ঠানের পর দক্ষিণ চিনের গুয়ানডংয়ে সেনা বেস ক্যাম্পে পৌঁছে সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখেন এবং বার্তা দেন তিনি। এমন সময়ে সেনা ছাউনিতে গেলেন শি যখন ভারত ও আমেরিকার সঙ্গে তীব্র সংঘাত চলছে বেজিংয়ের। কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সংঘাত জারি রয়েছে। এই পরিস্থিতিতে চিনা প্রেসিডেন্টের যুদ্ধের প্রস্তুতি বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহলের অনেকে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘাত অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। অনেকের মতে, '৬২-র থেকেও অনেক গুণ আগ্রাসী হয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তাণ্ডব চালাচ্ছে চিন। পাল্টা ভারতও চিনের চিনকে অর্থনৈতিক দিক দিয়ে জব্দ করতে একাধিক পদক্ষেপ করেছে। এর মধ্যেই তাইওয়ানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র বিক্রি করছে আমেরিকা। ওয়াশিংটন জানিয়েছে,.অত্যাধুনিক রকেট বিক্রি করা হচ্ছে তাইওয়ানকে। বেজিংয়ের সঙ্গে তাইওয়ান ও হংকংয়ের সংঘাত সর্বজনবিদিত। সেই তাইওয়ানকে আমেরিকার অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েও চটেছে সিপিসি তথা চিনা সরকার। বিদেশ মন্ত্রী ঝাও লিজিয়ান বিবৃতি দিয়ে বলেছেন, অবিলম্বে তাইওয়ানকে রকেট বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করুক আমেরিকা। সমস্ত রকম সামরিক চুক্তি বাতিল করা হোক। তাইওয়ানে চিনা কমিউনিস্ট পার্টির শাসন কায়েম নেই। তবে সিপিসি চায় তাইওয়ানকে তাদের দখলে আনতে। এই নিয়েই মূলত সংঘাত। কোভিড নিয়ে আন্তর্জাতিক উঠোনে কোণঠাসা চিন। দেশের মধ্যেও অর্থনৈতিক অবস্থা নিম্নমুখী। কাজ হারিয়েছেন বহু মানুষ। কয়েক মাস আগে চিনের বিদেশমন্ত্রী নিজেই জানিয়েছিলেন দেশের সম্পদের অধিকাংশটাই কয়েক জনের অধীন। সমাজতান্ত্রিক মোড়কের পিছনে ফুটে উঠেছিল চরম বৈষম্যের ছবিটাই। অনেকের মতে, এসব নিয়ে ঘরোয়া রাজনীতিতেও চাপে রয়েছেন শি। তাই হয়তো নজর ঘোরাতে যুদ্ধ জিগির চাগিয়ে দিতে চাইছেন।