শেষ আপডেট: 10th April 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: এখন থেকে আর ট্রেন চালানোর সময় ক্ষিদে পেলেও খাবার খেতে পারবেন না লোকো পাইলটরা (Loco pilots)! এমনকী আচমকা বেগ পেলেও প্রকৃতির ডাকে সাড়া দেওয়াও যাবে না!
সূত্রের খবর, গত ৪ এপ্রিল মাল্টি-ডিসিপ্লিনারি স্ট্যান্ডিং কমিটির তরফে রেল বোর্ডের (Railway Board orders) কাছে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেখানেই যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে লোকো পাইলটদের জন্য এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। ইতিমধ্যে সবক’টি জোনের জেনারেল ম্যানেজারের উদ্দেশে রেল বোর্ড এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও পাঠিয়ে দিয়েছে।
আর তা প্রকাশ্যে আসতেই রেলের ‘অমানবিক’ আচরণের প্রতিবাদে সরব হয়েছে রেল কর্মীদের সংগঠনগুলি। কারণ, বহু রেল কর্মী রয়েছেন যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত। যাঁদের নির্দিষ্ট সময় অন্তর খাবার খাওয়া বাধ্যতামূলক। একইভাবে তাঁদের ঘন ঘন প্রস্রাবের বেগ পায়। ফলে রেলের নয়া নির্দেশের জেরে তাঁরা সমস্যায় পড়বেন।
অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ‘অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন’। সংগঠনের তরফে জানানো হয়েছে, অবিলম্বে রেল বোর্ড এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
রেলের এমন নির্দেশের কথা শুনে হতভম্ব যাত্রীরাও। তাঁদের কথায়, "এর ফলে যাত্রীদের সুরক্ষা দূরে থাক, ট্রেন দুর্ঘটনা আরও বেড়ে না যায়!"