শেষ আপডেট: 1st January 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের তখতে বসার পর ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের জন্য ভাতা চালু করেছে তৃণমূলের সরকার।
মাস পিছু ইমামরা তিন হাজার টাকা এবং মোয়াজ্জেম ও পুরোহিতরা দেড় হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন সরকারের কাছ থেকে।
সেই ভাতা বৃদ্ধির দাবিতে এবার ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার ডাক দিলেন রাজ্যের একাংশ ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতরা।
তাঁদের কথায়, 'দ্রব্য মূল্যবৃদ্ধির বাজারে সামান্য় একটা টাকায় কী বা হবে! সরকারের উচিত অবিলম্বে ভাতা বাড়ানো। না হলে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব।'
রাজধানী দিল্লির ভোটকে কেন্দ্র করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রতিশ্রুতি ঘিরেই বাংলার ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতরা ভাতা বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন।
সম্প্রতি ভোট প্রচারে কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লিতে ফের আপ সরকার ক্ষমতায় এলে পুরোহিত ও গুরুদ্বারের গ্রন্থিদের মাসে ১৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে। সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মাধ্যমের দৌলতে কেজরিওয়ালের ওই প্রতিশ্রুতি শোনার পর থেকেই বাংলার ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতরা ভাতা বৃদ্ধির দাবিতে জোটবদ্ধ হতে শুরু করেছেন।
এ ব্যাপারে কেজরিওয়ালকে সমর্থন জানিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকি বলেন, “কেজরিওয়াল সঠিক কথায় বলেছেন। আশা করব, বাংলার মুখ্যমন্ত্রীও আমাদের ভাতা বাড়ানোর দিকে নজর দেবেন। কারণ, সামান্য এ'কটা টাকায় কী বা হয় বলুন!"
একই সঙ্গে তিনি এও বলেন, "সরকার যদি এ ব্যাপারে পদক্ষেপ না করে তাহলে মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব।"
সহমত পুরোহিতরাও। পুরোহিত দেবাশিস চক্রবর্তীর কথায়, "এখন তো মানুষ আর আগের মতো ব্রাহ্মণদের দান ধ্যান করে না। সরকার যদি আমাদের কথা না ভাবে, তাহলে আমরা কোথায় যাব? ভাতা বৃদ্ধি না করলে ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগঠিত করতে হবে।"
আরও একধাপ এগিয়ে ইমাম শেখ সাজু বলেন, “তা বলে মাত্র ৫০০ টাকা ভাতা বাড়ালে হবে না। বাজারদরের কথা মাথায় রেখে নাহ্য ভাতার ব্যবস্থা করতে হবে।"
এব্যাপারে সরকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে তৃণমূলের প্রথম সারির এক নেতার কথায়, "বিষয়টি সরকারের বিষয়। তাই এখনই এ ব্যাপারে মুখ খুলব না। তবে ওদের অবস্থা সেই খেতে পেলে শুতে চাওয়ার মতো।"