শেষ আপডেট: 13th June 2024 17:30
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার উপকণ্ঠে কলেজে দুষ্কৃতী তাণ্ডব এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। আক্রান্ত ছাত্রীকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
আদালত সূত্রের খবর, হাজরা ল কলেজের এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ছাত্রীর উপর ছুরি নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁর হাত কেটে দেওয়া হয়। অভিযোগ, থানায় জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এমনকী দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আক্রান্ত ছাত্রী কলেজে ঢুকতে পারছে না বলেও অভিযোগ।
অন্যদিকে মুর্শিদাবাদে বধূ মৃত্যুর ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ওই মামলায় এডিজি সিআইডিকে তদন্তের নির্দেশ দিল আদালত।
আদালত সূত্রে জানা গেছে, দু'মাস আগে মুর্শিদাবাদে শ্বশুরবাড়িতে ওই বধূর মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ তদন্তে নামার পর তদন্তের কোন অগ্রগতি হয়নি বলে অভিযোগ।
মৃত বধূর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, মৃতদেহ বাপের বাড়ির হাতে তুলে দেয়নি পুলিশ। এমনকী ময়নাতদন্তের ভিডিওগ্রাফিও করা হয়নি। শ্বশুরবাড়ির যে ঘর থেকে বধূর দেহ উদ্ধার করা হয়েছিল, পুলিশ সেখানকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেনি বলে অভিযোগ। পরিবারের দাবি, ঘটনা ধামাচাপা দিতে শ্বশুরবাড়ির লোকেদের পরিবর্তে বধূর দুই বোনকে আটক করে পুলিশ।