শেষ আপডেট: 7th March 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University) জখম ছাত্র ইন্দ্রানুজ রায়।
হাসপাতাল সূত্রের খবর, ইন্দ্রানুজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল দল ইতিমধ্যে তাঁকে ছুটি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
এদিন ইন্দ্রানুজের চোখের ১৪টি সেলাই কাটাও হয়েছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। হাসপাতাল সূত্রের খবর, আরও কয়েকদিন তাঁকে হাসপাতালে রাখা হতে পারে। এদিন তাঁকে দেখতে হাসপাতালে যান ইন্দ্রানুজের বাবা।
গত শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান যাদবপুরের বামপন্থী, অতি বামপন্থী সংগঠনের সদস্যেরা। অভিযোগ, বিক্ষোভের মধ্যে আচমকা গাড়ি চালিয়ে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী। তাতে ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হন অতিবামপন্থী ছাত্র সংগঠনের সদস্য ইন্দ্রানুজ।
ঘটনার পর থেকেই কেপিসি হাসপাতালে ভর্তি ছিলেন ইন্দ্রানুজ। এদিন তাঁর বাবা অমিত রায় বলেন, "আগের থেকে ছেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শনিবার চিকিৎসকরা ছেড়ে দেবেন বলেছেন।" হাসপাতাল থেকে ছুটি দিলেও ইন্দ্রানুজকে আপাতত বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা।
অন্যদিকে যাদবপুরের অস্থির পরিস্থিতির জেরে পরের দিনই অসুস্থ হয়ে পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। শুরুতে চিকিৎসক তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন। পরে রক্তচাপ বেড়ে যাওয়ায় এবং মাথা ঘোরা এবং ভারসাম্য হারিয়ে ফেলার সমস্যার জন্য ভাস্করবাবুকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, উপাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। আরও কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে।