শেষ আপডেট: 11th June 2023 15:59
দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে আচমকা আবহাওয়ার খারাপ হওয়ার কারণে এবার পাকিস্তানে ঢুকে পড়ল ভারতের বিমান! অমৃতসর থকে আমদাবাদগামী এই ইন্ডিগোর বিমাটি শনিবার প্রায় লাহোরের কাছাকাছি চলে গিয়েছিল বলে জানা গেছে। এই ঘটনার কথা রবিবার প্রকাশ্যে এসেছে। তবে পাকিস্তানের আকাশসীমা পেরিয়ে ঢুকে পড়লেও, কোনও সমস্যা ছাড়াই বিমানটি ফের ভারতে ফিরে আসে।
জানা গেছে, পাকিস্তানের গুজরানওয়ালার কাছে আকাশসীমা পেরিয়ে গিয়েছিল ইন্ডিগোর ডোমেস্টিক বিমানটি। সন্ধেবেলায় খারাপ আবহাওয়ায় মুখ ঘোরাতে বাধ্য হয়েছিল সেটি। তবে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ার ৩০ মিনিট পরে বিনা বাধায় তা ভারতে ফিরে আসে।
পাকিস্তানের সংবাদপত্র 'দ্য ডন' সূত্রের খবর, শনিবার সন্ধ্যে ৭.৩০ মিনিট নাগাদ লাহোরের উত্তরের আকাশে দেখা যায় ভারতীয় ওই বিমান। পরে তা আবার ভারতে ফেরে ৮.০১ মিনিটে। এর পরে আমদাবাদে যায় সেটি। এটি খুবই বিরল ঘটনা, তবে আন্তর্জাতিকস্তরে তা মেনে নেওয়া হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, বিমানটি সাময়িকভাবে পাকিস্তানে প্রবেশ করেছিল ১০ জুন। আট্টারি সীমান্ত থেকে ওই বিমান পাকিস্তানের আকাশে যেতে বাধ্য হয় খারাপ আবহাওয়ারর কারণে। তবে অমৃতসররের এটিসির সঙ্গে পাকিস্তানে যোগাযোগ করা হয় তখনই। অনুমতি নিয়েই বিমানকে ঘোরানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো। পরে সেটি নিরাপদে আমেদাবাদে অবতরণ করে।
ইরফানকে নিয়ে বই লিখবেন সুতপা, দুঃখে নয়, মজার মানুষটিকেই চেনাবেন পাঠকদের