শেষ আপডেট: 21st February 2022 10:34
দ্য ওয়াল ব্যুরো: চারবছর আগেই গ্র্যান্ডমাস্টার হয়ে চমক দেখিয়েছিল ছোট্ট ছেলেটি। তখন বয়স ১২, সেই রমেশবাবু প্রজ্ঞানন্দা ১৬ বছরেই বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছে। এর আগে বিশ্বসেরাদের হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন বিশ্বনাথন আনন্দ ও হরিকৃষ্ণরা। সেই একই কাজ করে দেখাল চেন্নাইয়ের এই বিস্ময় প্রতিভা। চলতি এয়ারথিংস মাস্টার্সে অষ্টম রাউন্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই টিনএজার দাবাড়ু। পুরো ম্যাচটাই হয়েছে অনলাইনে। মাত্র ৩৯ চালে তিনি কার্লসেনকে মাত করে দিয়েছে ভারতের উদীয়মান নক্ষত্র। এই ম্যাচের আগে মাত্র একটি জয় এবং দু'টি গেম ড্র করে বেশ চাপেই ছিলেন টুর্নামেন্টের কনিষ্ঠতম দাবাড়ু প্রজ্ঞানন্দা। এরপরে যখন বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে তার খেলা পড়ে, তখন চাপটাও বেশিই ছিল। তবে কার্লসেনের বিরুদ্ধে প্রথম থেকেই একেবারে ছন্দে ছিল তরুণ ভারতীয় দাবাড়ু। মিডল গেমেই প্রজ্ঞা নিজের সেরা মুভটা দিয়েছে। সেইসময়ই কার্লসেনকে দেখে বোঝা গিয়েছিল, তিনি চাপে রয়েছেন। https://twitter.com/ChessbaseIndia/status/1495539642212679680 লেভ অ্যারোনিয়ানের বিরুদ্ধে একটা ম্যাচ জিতলেও ২টি ম্যাচ ড্র ও চারটি ম্যাচে হারে। তার আগে অনীশ গিরি, কুয়াং লিয়েমের সঙ্গে ড্র করেছিল প্রজ্ঞানন্দ। এরিক হেনসেন, ডিং লিরেন, হান-ক্রিজতফ দুদা আর শাখরিয়ার মামেদিয়ারোভের কাছে হারতে হয় ওই কিশোরকে। কয়েক মাস আগেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান রাশিয়ার দাবাড়ু ইয়ান নেপোমনিয়াচ্চি। নরওয়ের কার্লসেন বিশ্ব দাবা সার্কিটে অপ্রতিরোধ্য। সেই বিশ্বের এক নম্বরকেই অনলাইন ব়্যাপিড টুর্নামেন্টে হারিয়ে চমকে দিল প্রজ্ঞানন্দা।