শেষ আপডেট: 24th July 2023 16:20
দ্য ওয়াল ব্যুরো: সীমা হায়দার-শচীন মীনার প্রেম কাহিনি অনেকেই জানান। বর্তমানে পাক বধূ সীমা রয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের আতশকাচের নীচে। দু'দেশের সীমানা প্রেমকে আটকে রাখতে পারেনি। সব ভুলে প্রেমের টানে সীমানা পেরিয়ে যাচ্ছেন এমন নারী-পুরুষের সংখ্যা নেহাত কম নয়। সীমার পর ঠিক একই কারণে রবিবার থেকে সংবাদের শিরোনামে উঠে এসেছেন ভারতের অঞ্জু (Indian Woman Anju)!
সীমা (Seema Haider) যেমন পাকিস্তান (Pakistan) থেকে নেপাল ঘুরে ভারতে বেআইনিভাবে ঢুকে পড়েছিলেন, ঠিক তেমনই রাজস্থানের বধূ অঞ্জু ওয়াঘা বর্ডার পেরিয়ে চলে গেছেন পাকিস্তানে। পাকিস্তানের এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ, সেই থেকেই সীমানা পেরনোর মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেন অঞ্জু। অনেকেই অঞ্জুর গল্পের সঙ্গে সীমার গল্প মিলিয়ে ফেলছেন। কিন্তু বাস্তবে আসল ঘটনা কি সেটাই?
সর্বভারতীয় সংবাদমাধ্যমে পাকিস্তান থেকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জু নিজেই পুরো বিষয়টি স্পষ্ট করলেন। এখন কোথায় আছেন অঞ্জু? সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে, তিনি পাকিস্তানে নিরাপদেই রয়েছেন।
বাড়িতে মিথ্যে বলেই পাকিস্তানে 'বন্ধু'র সঙ্গে দেখা করতে গেছেন অঞ্জু। তাঁর কথায়, 'আমি কাউকেই কিছু জানিয়ে আসিনি। আমি আমার স্বামীকে বলেছিলাম আমি জয়পুরে যাচ্ছি ঘুরতে।' সীমার মতো বেআইনিভাবে পাকিস্তানে যাননি অঞ্জু। তিনি বলেন, 'সমস্ত নিয়ম মেনেই পাকিস্তানে এসেছি। এখানে একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই এসেছি আর ঘোরার জন্য।'
কীভাবে রাজস্থানের ভিওয়াড়ি জেলা থেকে পাকিস্তানে পৌঁছে গেলেন অঞ্জু? তাঁর কথায়, 'প্রথমেই গ্রাম থেকে আমি দিল্লি আসি। তারপর সেখান থেকে অমৃতসর। তারপর ওয়াঘা বর্ডার পেরিয়ে ঢুকে পড়ি পাকিস্তানে।'
পাকিস্তানে এক বন্ধুর বাড়িতেই থাকছেন অঞ্জু। দু'বছর আগে সেই বন্ধুর সঙ্গে তাঁর আলাপ হয় সোশ্যাল মিডিয়ায়। সেই বন্ধুর বাড়িতেই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেছেন বলে দাবি করলেন অঞ্জু।
অনেক প্রতিবেদনেই দাবি করা হয়েছে যে, পাকিস্তানে নাসরুল্লাহ নামে এক যুবককে বিয়ে করতেই ঘর ছেড়েছেন রাজস্থানের অঞ্জু। কিন্তু সেই দাবি মানতে নারাজ তিনি। অঞ্জু স্পষ্ট ভাষাতেই জানিয়ে দেন, 'এমন কোনও ব্যাপার নয়। আমি সীমা হায়দার নই।'
কিন্তু স্বামীকে না জানিয়ে যাওয়ার কারণ কী ছিল অঞ্জুর? সেই প্রশ্নের উত্তরে ভারতীয় বধূর বলেন, 'আমরা স্বামীর সঙ্গে আমার সম্পর্ক প্রথম থেকেই ভাল ছিল না। কিছু পরিস্থিতির কারণেই একসঙ্গে থাকছি মাত্র আমরা। আমি আমার সঙ্গে আমার ভাই ও বৌদিকে সঙ্গে করে নিয়ে এসেছি।' তবে ভারতে ফিরে আর স্বামীর সংসারে উঠবেন না অঞ্জু। সন্তানদের নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তিনি।
মেঘালয়ের মুখ্যমন্ত্রীর অফিস লক্ষ্য করে পাথর ছুড়ল উত্তেজিত জনতা, আহত ৫ নিরাপত্তা রক্ষী