শেষ আপডেট: 27th July 2023 06:49
দ্য ওয়াল ব্যুরো: 'আমাকে সীমার সঙ্গে গুলিয়ে ফেললে ভুল হবে, আমি সীমা নই', সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় জোর গলায় দাবি করেছিলেন রাজস্থান থেকে পাকিস্তানে (Pakistan) যাওয়া অঞ্জু (Indian woman Anju)। যেদিন এই সাক্ষাৎকার প্রকাশিত হয়, তার ঠিক পরের দিন অর্থাৎ মঙ্গলবার জানা যায়, পাকিস্তানের 'বন্ধু'কে বিয়ে করে নেন, শুধু তাই নয়, ধর্ম পাল্টে নামও পরিবর্তন করেন অঞ্জু (Anju)। সেই অঞ্জুর এক ভিডিও সামনে এল। ডাইনিং টেবিলে নতুন বর ও তাঁর পরিবারের সঙ্গে জমিয়ে খাবার খাচ্ছেন অঞ্জু। পরনে বোরখা।
পাকিস্তানের বখাইবার পাখতুনখাওয়ার বাসিন্দা নাসরুল্লাহ নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয় রাজস্থানের বধূ অঞ্জুর। দু'বছর পর আচমকাই একদিন সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান অঞ্জু। কাঁটাতার তাঁর ভালবাসায় বাঁধা হতে পারেনি। দিন কয়েক সেখানে থাকার পর নাসরুল্লাহর সঙ্গে 'নিকাহ' সম্পন্ন করেন অঞ্জু।
মঙ্গলবার জেলা এবং দায়রা আদালতের বিচারকের সামনে আইনি মতে বিয়ে সেরেছেন ভারতের ৩৪ বছরের তরুণী অঞ্জু এবং নাসরুল্লাহ। তারপরই বাড়িতেই এক ঘরোয়া আড্ডায় খানাপিনার আয়োজন করা হয়েছিল। সেই আড্ডার ভিডিওই প্রকাশ্যে এসেছে।
পাকিস্তানি এক সাংবাদিক নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জু বোরখা পরে বসে আছেন খাবার টেবিলে। আর নাসরুল্লাহর পরনে সাদা শার্ট ও মাথায় কালো টুপি। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।
অঞ্জু হয়তো সীমার মতো 'জাল' পরিচয়পত্র দিয়ে ভারতে আসার মতো কাজ করেননি। তবে বাকি চিত্র প্রায় একই। সীমার মতো অঞ্জুও ভালবাসার টানে দেশ ত্যাগ করেন। সীমার মতো বিয়েও করে ফেলেন।
এদিকে, অঞ্জু (নাম পাল্টে এখন ফতিমা) পাকিস্তানে যাওয়া, ধর্ম পরিবর্তন করে বিয়ে করা মেনে নিতে পারছেন না তাঁর বাবা গয়াপ্রসাদ থমাস। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দা এই প্রৌঢ়ের চোখে মুখে শুধুই বিতৃষ্ণা। সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, মেয়ে যে কাজ করেছেন, তাতে তাঁদের কাছে এখন অঞ্জু ‘মরে গিয়েছেন’।
গয়াপ্রসাদ বলেন, 'ও (পড়ুন অঞ্জু) নিজের দুই সন্তান ও স্বামীকে ফেলে যেভাবে চলে গেল তা মেনে নেওয়া যায় না। ও যদি এমনই করতে চাইত তবে আগে স্বামীকে ডিভোর্স দিতে পারত। ও আর আমাদের কাছে বেঁচে নেই।'
ইউএফও, এলিয়েনদের দেহ লুকিয়ে রেখেছে মার্কিন সরকার! গোয়েন্দার দাবিতে হইচই