শেষ আপডেট: 11th November 2022 14:15
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে আর্থিক মন্দার দোহাই দিয়ে কর্মী ছাঁটাই (layoff) করেই চলেছে টুইটার (Twitter), মেটার (Meta) মতো সংস্থা। এই পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন অসংখ্য ভারতীয় প্রযুক্তিবিদ। এই পরিস্থিতিতে ভারতীয় সংস্থায় যোগদানের জন্য তাঁদের আবেদন জানালেন ভারতীয় প্রযুক্তিবিদ (Indian Tech CEO) ব্যবসায়ী হর্ষ জৈন (Harsh Jain)।
ইতিমধ্যেই টুইটারের প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলেছেন ইলন মাস্ক। বুধবার ১১ হাজার কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করেছেন মেটা-প্রধান মার্ক জুকারবার্গও। এই গণছাঁটাইয়ে কাজ খুইয়েছেন সংস্থাগুলিতে কর্মরত বিপুল সংখ্যক ভারতীয়। সম্প্রতি ফেসবুকে যোগদান করার জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন খড়্গপুর আইআইটির এক ছাত্র। কিন্তু সেখানে পা রাখার দু'দিনের মধ্যেই চাকরি যায় তাঁর। কাজ হারিয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে থাকা ফেসবুকের আর এক মহিলা কর্মীও।
এই দুর্দিনে ভারতীয়দের পাশে যিনি দাঁড়ালেন, তিনিও একজন ভারতীয়।
ড্রিম স্পোর্টসের প্রতিষ্ঠাতা এবং সিইও হর্ষ জৈন প্রস্তাব দিয়েছেন, ভারতীয় প্রযুক্তিবিদরা ভারতীয় সংস্থাতেই যোগদান করতে পারেন। গত ৭ নভেম্বর একটি টুইট করে একথা জানিয়েছেন হর্ষ। তিনি লিখেছেন, 'আমেরিকায় ২০২২ সালে যে সমস্ত প্রযুক্তিবিদরা চাকরি হারিয়েছেন (৫২ হাজারেরও বেশি), তাঁরা দয়া করে ভারতীয়দের (বিশেষত, যাঁরা ভিসা নিয়ে সমস্যায় পড়েছেন) দেশে ফিরে আসার কথা মনে করিয়ে দিন। তাঁরা ফিরে এলে আগামী দু'দশকে ভারত প্রযুক্তি ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করতে পারবে।'
https://twitter.com/harshjain85/status/1589609986677964800?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1589609986677964800%7Ctwgr%5E3ec730119ccef9f83ebc89fac834e8fbc5c897b5%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Flifestyle%2Ftech%2Findian-tech-ceo-offers-jobs-to-thousands-of-employees-fired-by-twitter-meta-etc%2F
প্রসঙ্গত, ভারতে টুইটারের সেলস এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের হাতেগোনা কর্মীকে রেখে বাকি প্রায় সকল কর্মচারীকেই ছেঁটে ফেলেছেন মাস্ক। ফেসবুকের প্রধান সংস্থা মেটার ছাঁটাইও প্রভাব ফেলেছে ভারতীয়দের উপর। এছাড়াও মাইক্রোসফ্ট, স্পটিফাই, নেটফিক্স, জিলোর মতো সংস্থাও ছাঁটাই শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে হর্ষের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন নেটিজেনদের অনেকেই।
৫ জন যক্ষ্মা রোগীকে দত্তক নিলেন মিমি চক্রবর্তী, অভিনব উদ্যোগ অভিনেত্রী-সাংসদের