শেষ আপডেট: 14th September 2023 06:01
দ্য ওয়াল ব্যুরো: গাড়ির ধাক্কায় ভারতীয় ছাত্রীর মৃত্যুর পর তা নিয়ে ঠাট্টা, রসিকতা করার অভিযোগ উঠল আমেরিকার (Indian Student Death in US) সিয়াটেলের এক পুলিশকর্মীর বিরুদ্ধে। গত জানুয়ারি মাসে পুলিশের গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছিল এই ভারতীয় তরুণীর। সেই সময় গাড়িতে বসে এই মৃত্যু নিয়ে বিন্দুমাত্র অনুতাপ পুলিশকর্মীর গলায় শোনা যায়নি। বরং তা নিয়ে মজা করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://x.com/ani_digital/status/1701819486859567141?s=20
চলতি বছরের ২৩ জানুয়ারি আমেরিকার সিয়াটেলে পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল জাহ্নবী কান্দুলা (২৩) নামের ওই ভারতীয় ছাত্রীর। গাড়িটি চালাচ্ছিলেন কেভিন নামের এক পুলিশকর্মী। তিনি পরে জানান, এমার্জেন্সি কল পেয়ে গাড়িটি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন। মাঝপথেই ঘটে দুর্ঘটনা। এই মর্মান্তিক মৃত্যু নিয়ে শোকপ্রকাশও করেন তিনি।
কিন্তু কেভিন গাড়িটি চালালেও বিতর্কের কেন্দ্রে অপর এক পুলিশকর্মী, যাঁর নাম ড্যানিয়েল। সূত্রের খবর, সিয়াটেল পুলিশ অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল অডেরারকে দুর্ঘটনার সময় চালক নেশাগ্রস্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছিল। তদন্তের সময়ই প্রকাশ্যে আসে সেই ভয়াবহ এবং নিম্নরুচির ঘটনাটি। জানা গিয়েছে, দুর্ঘটনার পর অভিযুক্ত পুলিশকর্মী ড্যানিয়েল পুলিশ গিল্ডের সভাপতির সঙ্গে কথা বলেন, যা তাঁর বডি ক্যামেরায় রেকর্ড হয়। তাতেই শোনা যায় ঠাট্টা-তামাশার কথা। ড্যানিয়েল বলছিলেন, "এটা খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা নয়। শুধু একটা চেক লিখে দিলেই হবে। এই মৃত্যুর জন্য ১১ হাজার ডলারই যথেষ্ট।"
যদিও পরে এই বিষয়টি প্রকাশ্যে আসার পর যখন সমালোচনা শুরু হয় সেই সময় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ড্যানিয়েল। একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা করে ভারতের তরফে বলা হয়, "বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। ভারতীয় এই পড়ুয়ার মৃত্যুর যেন পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং অভিযুক্তর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়।"
লিবিয়ায় বিধ্বংসী বন্যা, রাজপথ যেন আস্ত নদী! ২০০০ মানুষের মৃত্যুর আশঙ্কা