শেষ আপডেট: 30th August 2023 10:42
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh) দলে ভারতের এক স্পিনারকে (Indian Spinner) নেওয়া হয়েছে। কেরলের এই ক্রিকেটারের নাম জিয়াস কারিয়াপ্পা। তাঁর নাম সুপারিশ করেছেন বাংলাদেশ দলের অতীতের ব্যাটিং মেন্টর শ্রীধরণ শ্রীরাম। তাঁর সুপারিশের ভিত্তিতেই তাঁকে নিয়েছে ওপার বাংলার দল।
নেটে বোলিং করছেন জিয়াস। তাঁকে ভাল লেগে গেলে বিশ্বকাপের দলেও নেওয়া হতে পারে। গত বছর এশিয়া কাপ (Asia Cup) থেকে জিয়াস বাংলাদেশ দলের অনুশীলনে নিয়মিত রয়েছেন। দলের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপেও।
এশিয়া কাপে তাঁকে দলে ডাকা হয়েছে। মাঝে ভারতে ফিরে এসেছিলেন। বাংলাদেশ দলের স্কিল ক্যাম্পে থাকবেন তিনি। জিয়াসকে নেটে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকার মিরপুরে ক্রিকেট অ্যাকাডেমি ভবনে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্তা বলেছেন, জিয়াসকে আমরা এশিয়া কাপে তো বটেই, পাশাপাশি বিশ্বকাপের দলেও রাখব বলে ঠিক করে রেখেছি।
জিয়াস ২০১৭ সালে অস্ট্রেলিয়া দলের নেটেও বোলিং করেছেন। শ্রীরাম সেইসময় অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং পরামর্শদাতা ছিলেন।
এই ৩১ বছর বয়সি স্পিনার ভারতীয় ক্রিকেটে ‘কেরল ম্যাক্সওয়েল’ নামেও পরিচিত। দেখতে অনেকটা অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের মতো। তাই জিয়াসকে এ নামে ডাকা হয়। জিয়াস আক্রমণাত্মক ব্যাটিংয়েও দলকে ভরসা দিতে পারেন।
২০১৫ সালে তিনি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসে ডাক পেয়েছিলেন। কিন্তু আইপিএলে তাঁকে খেলানো হয়নি। কেরলের হয়ে রঞ্জি ম্যাচও খেলেননি। তবুও বাংলাদেশ দলে কদর পাচ্ছেন একটাই কারণে, ভারতের মাটিতে জিয়াসকে দিয়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায় বাংলাদেশ দল।
বিশ্বকাপের টিকিট বিক্রি কবে থেকে শুরু, ইডেনের টিকিটই বা কবে থেকে