শেষ আপডেট: 23rd November 2018 01:01
রেলের দোষ নেই, মানুষের গাফিলতিতেই বিপর্যয়: অমৃতসর-দুর্ঘটনায় জমা পড়ল রিপোর্ট
দ্য ওয়াল ব্যুরো: দশমীর দিনে অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলকে ক্লিনচিট দিয়ে দিল চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিসিআরএস)৷ তাদের তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ওই দুর্ঘটনার জন্য রেল কোনও ভাবেই দায়ী নয়৷ বরং যারা সেদিন রেল লাইনে দাঁড়িয়েছিল তাদের গাফিলতিতেই ঘটে দুর্ঘটনা৷ দশেরা উৎসবে রাবণপোড়া দেখতে দশমীর দিন রেললাইনের পাশের বিশাল মাঠে জড়ো হয়েছিলেন অগুণতি মানুষ। আচমকা আঘুনের ফুলকি এ দিক ওদিক ছিটকে পড়তে থাকলে ভিড় করে অনেকে রেললাইনের দিকে সরে যান। সেই সময় ভিড়ের ওপর দিয়ে দ্রত গতিতে চলে যায় ট্রেন। প্রাণ হারান অন্তত ৬০ জন মানুষ৷ আহত বহু৷ এই দুর্ঘটনার জন্য রেলের গাফিলতিকেই দায়ী করেন প্রত্যক্ষদর্শীরা৷ কিন্তু সিসিআরএসের রিপোর্ট মানুষের গাফিলতিকেই দায়ী করল৷ তবে এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তাই তা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে৷ বলা হয়েছে, এবার থেকে কোনও মেলার আয়োজন করা হলে আগে থেকে রেল কর্তৃপক্ষকে জানাতে হবে৷ এর আগেও অমৃতসর ট্রেন দুর্ঘটনা নিয়ে ৩০০ পাতার একটি তদন্ত রিপোর্ট জমা পড়ে পঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে৷ জলন্ধরের ডিভিশনার কমিশনার বি পুরুষার্থর করা সেই তদন্ত রিপোর্টটি স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাল করে খুঁটিয়ে পড়ার নির্দেশ দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। ওই রিপোর্টে ১৫০ জনের বয়ান নথিভুক্ত করা হয়৷ পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌরের বয়ানও রেকর্ড করা হয়৷ সে দিনের দশেরার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি৷