শেষ আপডেট: 19th June 2023 13:41
দ্য ওয়াল ব্যুরো: গত ২ জুন, ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। প্রায় ৩০০ জন মানুষের মৃত্যু ঘটেছে এই দুর্ঘটনায়। এবার মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন সুনীল ছেত্রীরা। রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল ভারতীয় ফুটবল টিম।
রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লেবাননকে ২-০ গোলে হারিয়ে আন্তঃ মহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতের হয়ে বিপক্ষের জালে বল জড়িয়ে দিয়েছিলেন সুনীল ও ছাংতে। এই জয়ের পর ভারতীয় টিমকে ১ কোটি টাকার পুরস্কার দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সেই টাকা থেকেই ২০ লাখ টাকা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদের পরিবারগুলিকে দেওয়ার কথা জানায় ভারতীয় ফুটবল দল।
সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের তরফে এই সাহায্যের কথা জানানো হয়েছে। একটি পোস্টে লেখা হয়, 'জয়ের জন্য দলকে নগদ পুরস্কার দেওয়ায় আমরা ওড়িশা সরকারের কাছে কৃতজ্ঞ। আমরা সেই টাকা থেকে ২০ লাখ টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন। ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ ও পুনর্বাসনের কাজের জন্য এই টাকা দিচ্ছি।'
গত ২ জুন করমণ্ডল এক্সপ্রেস বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনে কাছে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস ও একটি মালগাড়ির ইঞ্জিন ও কামরাগুলি একে অপরের সঙ্গে জট পাকিয়ে যায়। সেই দুর্ঘটনায় যেমন বহু যাত্রীর মৃত্যু হয়েছে, তেমনই অনেকে আহত হয়েছিলেন। আজও সেই রাতের ভয়াবহতা তাড়া করে ওই ট্রেনের যাত্রীদের।
মোহনবাগানকে মাঠ থেকে তুলে দেওয়া সেই খাবড়া ইস্টবেঙ্গলে ফিরলেন, সঙ্গে আরও দুই সই