শেষ আপডেট: 9th May 2024 17:20
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার তারকা সমাবেশের সাক্ষ্মী থাকল বহরমপুর। পাঁচবারের সাংসদ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে এবারে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে৷
এদিন দাদা ইউসুফের হয়ে বহরমপুরে প্রচারে এসেছিলেন ইরফান। দাদাকে নিয়ে রোড শোও করলেন।
দুই পাঠান ভাইকে দেখতে বেলডাঙায় তখন উপচে পড়া ভিড়। ৬ কিমি রোড শো শেষে ইরফান বললেন, "মানছি পাঁচবারের সাংসদের বিরুদ্ধে লড়াইটা কঠিন। তবে আমার দাদা অত্যন্ত পরিশ্রমী এবং সৎ। ও কঠিন পরিস্থিতিতেও লড়তে জানে। চোট নিয়েও বিশ্বকাপে খেলেছে। দলকে জিতিয়েছে।"
খানিক থেমে ইরফানও এও বলেন, "আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। দাদা এবং আমি দুজনেই দেশের হয়ে ক্রিকেট খেলেছি। খেলার মাঠে মানুুষের উন্মাদনা থেকে আমরা অনুপ্রাণিত হই। এখানেও রোড শো তে মানুষের যা উৎসাহ দেখলাম, তাতে আমি নিশ্চিত দাদা জয়ী হবেই।"
এদিন বেলডাঙা থেকে হুডখোলা গাড়িতে করে ভাই ইরফানকে নিয়ে প্রায় ৬ কিলোমিটার রোড শো করেন ইউসুফ। দুই ক্রিকেটার ভাইকে কাছে পেয়ে অনেকে ব্যাটে অটোগ্রাফের আবদার জানান। রোড শোয়ের মাঝে দুই ভাই সেই আবদারও মেটান।