শেষ আপডেট: 26th July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: চিনা কৌশলকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ ছুড়ছে ভারতীয় বাহিনী। গালওয়ান নদীর স্রোত বাড়ায় পূর্ব লাদাখ থেকে সেনা সরিয়ে আকসাই চিন ও চিব্বতে সামরিক পরিকাঠামো তৈরি করতে শুরু করেছে চিনের বাহিনী। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, লাদাখ লাগোয়া ‘বিতর্কিত ভূখণ্ড’ আকসাই চিনে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করছে চিন। সেনা যতই বাড়াক আর সামরিক কাঠামো তৈরি করুক, ভারতীয় বাহিনী তার প্রস্তুতি সেরে রেখেছে আগে থেকেই। একদিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর আরও শক্তিশালী হয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, অন্যদিকে দৌলত বেগ ওল্ডিতে বিধ্বংসী টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক নামিয়েছে ভারতীয় বাহিনী। পূর্ব লাদাখের গালওয়ান নদী উপত্যকা, গোগরা হট স্প্রিং, প্যাঙ্গং লেকের উত্তরে পাহাড়ি ফিঙ্গার এলাকা ও অন্যদিকে দেপসাং সমতলভূমিতে ঘাঁটি গেড়ে রয়েছে চিনের লাল ফৌজ। পেট্রোলিং পয়েন্ট ১৫ রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। কিন্তু পেট্রোলিং পয়েন্ট অর্থাৎ পিপি ১০, পিপি ১১, পিপি ১২ ও পিপি ১৩ পয়েন্ট রয়েছে উত্তর লাদাখে, দেপসাং সমতলভূমি বরাবর। রাকি নালা থেকে জীবন নালা পর্যন্ত, যেটা এলএসি-র কাছাকাছি পড়ে না। এই পয়েন্টগুলো ভারতীয় সেনার নিয়ন্ত্রণাধীন। এখানেও তাঁবু খাটিয়ে বসে রয়েছে চিনের বাহিনী। অন্যদিকে আকসাই চিনে তৈরি হচ্ছে সামরিক পরিকাঠামো। এই বিতর্কিত ভূখণ্ড লাগোয়া দৌলত বেগ ওল্ডিতেই টি-৯০ ট্যাঙ্ক মোতায়েন করছে ভারত। আরও চার হাজার সেনা পাঠানো হচ্ছে ওই এলাকায়। চিনের বাহিনী যদি কারাকোরাম পাস দিয়ে ভারতের নিয়ন্ত্রণাধীন এলাকায় ঢুকে আসতে চায়, তাহলে জবাব দেবে ভারতের বাহিনী। রাশিয়ার থেকে কেনা টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক পৃথিবীর শক্তিশালী যুদ্ধট্যাঙ্কগুলির মধ্যে একটি। প্রতিপক্ষের সামরিক পরিকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই ট্যাঙ্ক।