শেষ আপডেট: 15th September 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড ঠান্ডাতেও লাদাখের পাহাড়ি এলাকায় যু্দ্ধ করার মতো দক্ষতা ও সাহস দুইই আছে ভারতীয় সেনাবাহিনীর। শীতের আগে অতিরিক্ত সেনাও মোতায়েন হয়েছে পূর্ব লাদাখে। লাল ফৌজ যদি আস্ফালন দেখানোর চেষ্টা করে তাহলে তাদের আক্রমণাত্মক বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পার্বত্য বাহিনীর মুখোমুখি হতে হবে। যার ফল মোটেও ভাল হবে না। চিনকে সোজাসাপটা হুঁশিয়ারি দিল ভারতীয় সেনার নর্দার্ন কম্যান্ড। দিনকয়েক আগে চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল যেখানে ভারতীয় সেনাবাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল চিনের কূটনৈতিক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের দাবি ছিল, শীতকালে লাদাখের মতো দুর্গম পাহাড়ি এলাকায় ভারতীয় সেনার পক্ষে প্রতি-আক্রমণ করা কোনওভাবেই সম্ভব নয়। সেদিক দিয়ে নাকি চিনের পিপলস লিবারেশন আর্মি অনেক বেশি এগিয়ে। তারই জবাবে নর্দার্ন কম্যান্ড জানিয়েছে, চিনের সেনা সমতলভূমিতেই যুদ্ধের প্রশিক্ষণপ্রাপ্ত। লাদাখের মতো এবড়ো খেবড়ো পাহাড়ি খাঁজে অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করার মতো ক্ষমতা তাদের নেই। পাহাড়ি এলাকায় কী ধরনের রণকৌশল নিতে হবে, সে জ্ঞানও ঠিকমতো নেই চিনের সেনার। নর্দার্ন কম্যান্ড জানিয়েছে, পাহাড় হোক বা সমতলভূমি, যে কোনও প্রতিকূল পরিবেশে যুদ্ধ করার মতো প্রশিক্ষণ আছে ভারতীয় সেনার। আবহাওয়ার বদল হোক বা প্রাকৃতিক বিপর্যয়, কোনও কিছুই টলাতে পারবে না ভারতের বীর জওয়ানদের। মাউন্টেন ফোর্সকে গেরিলা যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, পাহাড়ি এলাকার সীমান্ত পাহারা দেওয়ার জন্য তাদের কাছে আধুনিক অস্ত্রও আছে। তাই চিনের সেনা আগ্রাসন দেখানোর চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।