শেষ আপডেট: 7th August 2023 01:32
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট, ওয়ান ডে-তে ভারতের বিজয়রথ ছুটতে পারে। কিন্তু টি ২০ অন্য খেলা। সেখানে দুটি ম্যাচে জিতে ক্যারিবিয়ানরা ঘরের মাঠে সিরিজে ২-০ এগিয়ে গেলেন।
দ্বিতীয় ট ২০ ম্যাচে দুই উইকেটে ম্যাচ জিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তাও সাত বল বাকি থাকতেই। ভারতীয় দল করেছিল ২০ ওভারে ১৫২/৭। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫৫/৮ করে ম্যাচ জিতে নিয়েছে।
নিকোলাস পুরানের দুর্দান্ত ব্যাটিং সৌজন্যে প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়ের ধারা বজায় রাখল হোম ফেভারিটরা। পুরান করেছেন ৪০ বলে ৬৭ রান, যার মধ্যে রয়েছে ছয়টি চার ও চারটি ছক্কা। একাই প্রায় হারিয়ে দিয়েছেন ভারতকে।
দুটি ওভারেই ম্যাচ কার্যত নিজেদের মুঠোয় নিয়ে ফেলেন ক্যারিবিয়ানরা। কিন্তু যাবতীয় সমীকরণ একেবারে ঘেঁটে দিয়েছিলেন চাহাল। তাঁর ওভারে প্যাভিলিয়নে ফিরতে হয় তিন ব্যাটারকে। হেটমায়ার ও হোল্ডারকে আউট করেন চাহাল। রানআউট হয়ে যান শেফার্ড। ওই ওভারের পরে ভারত খেলায় ফিরলেও শেষমেশ সেই ছন্দ রাখতে পারেনি।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। কিন্তু ভারতীয় টপ অর্ডারে কার্যত ধস নামিয়ে দেন ক্যারিবিয়ান বোলাররা। গত ম্যাচের মতোই ব্যর্থ শুভমান গিল।
পাশাপাশি সূর্যকুমার যাদব (১), সঞ্জু স্যামসন (৭) ব্যর্থ হয়েছেন। ঈশান কিশান ওপেনিংয়ে নেমে ২৭ রান করলেও ভারতকে এদিনও নির্ভরতা দিলেন তিলক ভার্মা। তাঁর ৪১ বলে ৫১ রান দলকে লড়াইয়ের মধ্যে রেখেছিল। তারপর দলের অধিনায়ক হার্দিক ২৪ রান করলেও বাকিরা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। পাঁচ ম্যাচের সিরিজে বাকি তিনটি ম্যাচে জিতলেই ভারত সুবিধে করতে পারবে। না হলে টি ২০ সিরিজ হেরে ফিরবে।
বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন বাবররা, পাক সরকারের অনুমতিতে জট কাটল