শেষ আপডেট: 1st June 2023 06:41
রোহিত-বিরাটদের গায়ে উঠবে নতুন জার্সি! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রকাশ্যে এল সেই ছবি
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল শেষ, এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরতে তৈরি হচ্ছে ভারতীয় ক্রিকেট টিম। রোহিত শর্মাদের সামনেই রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ জুন ওভালে শুরু হতে চলেছে এই ম্যাচ। তার আগেই প্রকাশ্যে এল বিরাট কোহলিদের নতুন জার্সি!
শুধু টেস্ট ম্যাচ নয়, তিন ফর্ম্যাটেই নতুন জার্সি পরে নামবে ভারতীয় ক্রিকেট দল। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট, রোহিতরা যে সাদা জার্সি পরে নামবেন সেই জার্সিতেও থাকছে বৈচিত্র্য। এবার ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী অ্যাডিডাস। এবার সেটাই জার্সিতে প্রতিফলিত হবে।
অ্যাডিডাস নিজেদের সোশ্যাল মিডিয়া সাইটে নতুন জার্সির ছবি প্রকাশ করেছে। শুধু অ্যাডিডাস নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডও নিজেদের সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সির ছবি পোস্ট করেছে।
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট টিমের জার্সিতে রয়েছে চমক। এবারের জার্সি পুরো সাদা নয়। দেখা গিয়েছে, সাদা জার্সির বুকে ইন্ডিয়া শব্দটি লেখা রয়েছে নীল হরফে। এছাড়াও প্লেয়ারদের নাম ও জার্সি নম্বরও লেখা থাকবে একই কালিতে। সেইসঙ্গে কাঁধের রয়েছে নীল রঙের একটি স্ট্র্যাপ। যা আগে কখনও কোনও জার্সিতে দেখা যায়নি।
সম্প্রতি টিম ইন্ডিয়ার নতুন ট্রেনিং কিটের ছবিও প্রকাশ্যে এসেছে। গত বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কয়েকটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে, নতুন ট্রেনিং কিট পরে শার্দুল-উমেশরা।
ক্রিকেটে বড় বাধা বৃষ্টি! তবু ঘেরা মাঠে কেন খেলা হয় না? কী কী সমস্যা?