শেষ আপডেট: 23rd September 2023 11:15
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দ্বন্ধ (India-Pakistan Clash) নতুন নয়। সম্প্রতি ফের এই বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে উঠল রাষ্ট্রসংঘের অধিবেশন। রাষ্ট্রসংঘের অধিবেশনে পাকিস্তান, কাশ্মীর প্রসঙ্গ (Kashmir Issue) তুললেই কড়া বার্তা দিল ভারত। পাকিস্তানের উদ্দেশে ভারত (India) বলেছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। অধিকৃত কাশ্মীর থেকে সরে যাও…!
রাষ্ট্রসংঘের ৭৬ তম অধিবেশনে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার বক্তৃতা দেওয়ার সময় কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন। তাতেই রেগে যান ভারতের ভারতের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট। তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের নাক গলানর প্রয়োজন নেই। জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছদ্য অংশ। এই ব্যাপারে পাকিস্তানের মন্তব্য করার কোনও অধিকার নেই।
তিনি বলেন, 'ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা অভ্যেস ইসলাবাদের। রাষ্ট্রসংঘের মতো মঞ্চে এমন ঘটনা নিন্দাজনক।' পাকিস্তানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। বিশ্বে মানবাধিকার লঙ্ঘনে পাকিস্তান শীর্ষে বলে দাবি করেন গেহলট। দক্ষিণ এশিয়ায় শান্তি ফেরাতে পাকিস্তানকেই উদ্যোগ নিতে হবে বলে জানান তিনি। তাঁর পরামর্শ, জঙ্গি মদত বন্ধ করতে হবে পাকিস্তানকে।
ভারতের কূটনীতিবিদ পাকিস্তানকে মনে করিয়ে দেন, ২০০৮ সালে মুম্বই হামলার ঘটনায় অপরাধীদের বিশ্বাসযোগ্য শাস্তি দেওয়া উচিত পাকিস্তানের। মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনায় রেকর্ড করেছে তারা। পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরেন গেহলট। তিনি বলেন, 'বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের দিকে আঙুল তোলার আগে, নিজেদের ঘর সামলাক পাকিস্তান।'
স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও ভারত-পাকিস্তানের মধ্যে এখনও শান্তি প্রতিষ্ঠিত হয়নি। এটাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন গেহলট। সবমিলিয়ে কাশ্মীর ইস্যুতে দিল্লি-ইসলামাবাদ সংঘাত রাষ্ট্রসংঘে নয়া মাত্রা নিল বলে মনে করছেন কূটনৈতিক মহল।
আরও পড়ুন: খলিস্তানি জঙ্গি ফেরার পন্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ