শেষ আপডেট: 24th June 2023 13:43
দ্য ওয়াল ব্যুরো: ইসরো-নাসা (NASA-ISRO) অনেকদিন আগেই জোট বেঁধেছিল। প্রাকৃতির দুর্যোগে নজরদারি করতে মহাকাশে রেডার পাঠানোর অভিযানে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে হাত মিলিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এবার দুই দেশের সরকারের তরফে মহাজোটে স্বীকৃতি দেওয়া হল। নাসার সবচেয়ে বড় চন্দ্রাভিযান ‘আর্টেমিস’ মিশনে (Artemis Mission) নাসার সঙ্গে হাত মেলাল ইসরো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়ই মহাকাশ অভিযানে যৌথ পদক্ষেপের লক্ষ্যে ‘আর্টেমিস চুক্তি’তে সই করেছে ভারত। এই চুক্তি মাফিক আর্টেমিসে মিশনের যে পর্যায়ে চাঁদে মহাকাশচারীদের পাঠাবে নাসা সেখানে মার্কিন নভশ্চরদের সঙ্গে থাকতে পারবেন ভারতের নভশ্চররাও। নিঃসন্দেহে দুই দেশের কাছে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। মহাকাশ অভিযানে এবার একজোট হবে বিশ্বের দুই বৃহৎ মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইসরো।
এই চুক্তির অর্থই হল একে অন্যকে কেবল যন্ত্রাংশ দিয়ে সাহায্য করাই কেবল নয়, দুই দেশ এবার তথ্য, প্রযুক্তি শেয়ার করার পাশাপাশি চন্দ্রাভিযানের মতো অভিযানে একযোগে কাজ করবে। প্রসঙ্গত, মহাকাশ অভিযানে আগে একচেটিয়া আধিপত্য ছিল নাসার। এখন সেখানে ভাগ বসিয়েছে চিন, রাশিয়া। এমনকী সৌদি আরবও মহাকাশ অভিযানে এগিয়ে আসছে। তাই নাসা কয়েক কদম এগিয়ে এখন ইসরোর সঙ্গে জোট বাঁধতে চাইছে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির (‘এসা’) সঙ্গে এখন যে ধরনের যৌথ মহাকাশ অভিযানে নামে নাসা, ঠিক সেই রকম ভাবেই পরিকাঠামো এবং প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তোলা হবে ইসরোর সঙ্গে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় হাত মেলাল নাসা-ইসরো, মহাকাশে যাবে ‘নিসার’
ভারত ও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার মিলমিশ আগেও হয়েছে। ইসরোরে যৌথ উদ্যোগে নজরদারি রেডার ‘নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রেডার’ তথা ‘নিসার’ (NISAR) তৈরি হচ্ছে। আর্থ অবজার্ভেশন স্যাটেলাইটে চাপিয়ে এই নজরদারি রেডারকে পাঠানো হবে পৃথিবীর কক্ষপথে। নিসার এমন এক নজরদারি রেডার যা সর্বক্ষণ চোখ রেখে বসে থাকবে পৃথিবীর পৃষ্ঠদেশে। প্রাকৃতির দুর্যোগের সম্ভাবনা জরিপ করবে, কোথায় বিপর্যয় নেমে আসতে পারে তার আগাম সতর্কতা দেবে। দাবানলের আগেই সিগন্যাল পাঠাবে কৃত্রিম উপগ্রহ, আগুনের স্ফুলিঙ্গ জঙ্গলের পর জঙ্গলের ধ্বংস করে ফেলার আগেই তার মোকাবিলা করা যাবে। এমনকী পরিবেশ দূষণের হাল হকিকতও জানাবে নিসার। নিসার স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথ থেকে হিমবাহের পরিস্থিতির খবর পাঠাবে।