দ্য ওয়াল ব্যুরো: অমরনাথ যাত্রা শেষ হওয়ার পরেই জম্মু ও কাশ্মীরে নির্বাচনে বিধানসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন সূত্রে এ কথা জানানো হয়েছে। সে ক্ষেত্রে এই বছরের শেষের দিকে হতে পারে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট।
অমরনাথ যাত্রা শুরু হবে ১ জুলাই। ৪৬ দিন ধরে চলবে যাত্রা। শেষ হবে ১৫ অগস্ট, শ্রাবণ পূর্ণিমার দিনে। অমরনাথ যাত্রার সময় নিরাপত্তা বেষ্টনী আরও কঠোর করা হয় রাজ্যে। গত বছরের জুনে বিজেপি মেহবুবা মুফতির পিপলস ডেমোক্র্যাটিক পার্টির থেকে সমর্থন তুলে নেওয়ার পর ভেঙে যায় জম্মু ও কাশ্মীরের সরকার। সেই সময় থেকে রাজ্যপাল শাসনে ছিল রাজ্য। পরে গত বছরের ১৮ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরকে সাংবিধানিক বিধি অনুযায়ী রাষ্ট্রপতির শাসনের আওতায় আনা হয়। এই মেয়াদ শেষ হচ্ছে ১৯ জুন। তার পরে মেয়াদ বৃদ্ধি করা হবে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বাস্তব পরিস্থিতির উপর নজর রাখা হবে, সব সূত্র থেকে নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি খতিয়ে দেখে অমরনাথ যাত্রা শেষ হওয়ার পরে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।
সম্প্রতি এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীর সরকারের প্রশাসনিক প্রতিনিধিরা নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। রাজ্যে অস্থিরতা সত্ত্বেও পর্যটকদের আনাগোনা এই গ্রীষ্মেই যেটুকু হওয়ার হচ্ছে। এর মধ্যে ভোটের দিন ঘোষণা করলে সেটুকুও মার খাবে বলা তাঁরা কমিশনকে জানান। তখনই স্থির হয়, অমরনাথ যাত্রার পরেই দিন ঘোষণা করা হবে। তবে তা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার পরেই। কমিশনের বক্তব্য ছিল, যদি জম্মু ও কাশ্মীরে লোকসভা ভোট করা যায়, তা হলে বিধানসভা ভোটও করা যেতে পারে। শান্তিপূর্ণ ভাবে লোকসভা ভোট করা গেলেও ভোটারের সংখ্যা খুবই কম ছিল। লোকসভায় রাজ্যের মোট ছয়টি আসনের মধ্যে তিনটি বিজেপি ও বাকি তিনটি ন্যাশন্যাল কনফারেন্সের দখলে গেছে।