শেষ আপডেট: 9th January 2022 16:13
দ্য ওয়াল ব্যুরো: প্রতিভার জন্ম কোথায় হবে কেউ জানে না। না হলে ভারতের ১৪ বছরের এক দাবাড়ুর যাবতীয় উত্থান ভ্লাদিমির ক্রামনিকের দাবা স্কুলে ঘটেছে।
রবিবার খবর পাওয়া গিয়েছে, চেন্নাইয়ের ওই কিশোর ভারত সুব্রমণিয়ম হল দেশের ৭৩তম গ্র্যান্ডমাস্টার। যার জন্ম চেন্নাইয়ে হয়েছে, তার চেয়েও বড় কথা, দাবার হাতেখড়ি ঘটেছে চেন্নাইয়ের নামী তারকা রামচন্দ্রন রমেশের দাবা অ্যাকাডেমি থেকেই। কিন্তু আরও ভাল খেলার জন্য ভারতের বাবা ছেলেকে পাঠিয়ে দেন রাশিয়ায়। সেখানে ক্রামনিক ও বরিস গেলফান্ডের দাবা স্কুলে আধুনিক দাবার শিক্ষা নিয়ে আরও পরিশীলিত হয়েছে। তারই পুরস্কার এই জিএম হওয়া।
সব থেকে বড় কথা, এই বয়সেই ভারত নামী তারকা জিএম আলেকজান্ডার গোলসচাপভের দাবা পার্টনার হিসেবে নাম করেছে।
এদিন ভারতের জিএম নর্ম পাওয়ার খবরে দিল্লি থেকে দাবা সংস্থার কর্তা ভারত সিং চৌহান বলেছেন, ‘‘দারুণ খবর, ভারত জিএম হবে, আমাদের কাছে খবর ছিল। তবে ওর পরিবার যেভাবে পাশে ছিল, তার কোনও তুলনা হয় না। আমি তো দেশের খুদে দাবাড়ুদের অভিভাবকদের অনুরোধ করব এইভাবে যেন পাশে থাকে তাদের সন্তানদের। ভাল হতে তাতে বাধ্য।’’
২০১৯ সালে মাত্র ১১ বছর বয়সেই আন্তর্জাতিক মাস্টারের তিনটি নর্ম পেয়ে গিয়েছিল এই মেধাবী ছাত্র। তাই গ্র্যান্ডমাস্টার হওয়া ছিল সময়ের অপেক্ষা। আট বছর বয়সে গ্রিসে বিশ্ব যুব দাবা গেমসেও সোনা এনেছিল ভারত। তাই আচমকা তার উত্থান ঘটেনি। রাশিয়ায় ক্রামনিকের মতো কিংবদন্তির স্পর্শেই স্বপ্ন আরও দীর্ঘায়িত হয়েছে এই উদীয়মান নক্ষত্রের।