শেষ আপডেট: 6th February 2022 15:00
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মা বারবার প্রমাণ করেছেন তাঁর কাছে নেতৃত্বের চাপ কোনও সমস্যাই নয়। সেটি ফের প্রমাণ করলেন রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতীয় দল হাজারতম ওয়ান ডে ম্যাচে ছয় উইকেটে মসৃণ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। যে ক্যারিবিয়ানরা নিজেদের ঘরের মাঠে দারুণ খেলে ভারতে এসেছেন। রোহিত ছন্দে থাকলে বাকিদের দর্শক হয়ে দেখা ছাড়া কোনও উপায় থাকে না, সেটাই কার্যত হয়েছে এদিন। ওয়েস্ট ইন্ডিজের প্রথমে ব্যাটিং করে মাত্র ১৭৬ রানের বিনিময়ে রোহিত একাই করলেন দুরন্ত ৬০ রান। বাকি রান বাকি তিন ব্যাটসম্যান মিলে তুলেছেন। যে কারণে ২৮ ওভারেই ১৭৮/৪ করে ম্যাচ জিতে নিয়েছে হিটম্যানের দল। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের দিন তাঁকে শ্রদ্ধা জানিয়েই ঐতিহাসিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রোহিত শর্মারা। আর ঘরের মাটিতে পোলার্ড বাহিনীর বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে হোম ফেভারিটরা। এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান রোহিত তবে ঝোড়ো বোলিংয়ে একের পর এক ব্যাটসম্যান ফিরে যান প্যাভিলিয়নে। দলের হাল ধরেন জেসন হোল্ডার (৫৭)। অ্যালেনের সঙ্গে জুটি বেঁধে অষ্টম উইকেটে ৭৯ থেকে ওয়েস্ট ইন্ডিজকে দেড়শোর গণ্ডি পার করান হোল্ডার। তবে পেস ও স্পিন দৌরাত্ম্যে স্কোরবোর্ডে বড় রানে পৌঁছতে পারলেন না ক্যারিবিয়ানরা। ৪৯ রান দিয়ে চারটি উইকেট একাই তুলে নেন চাহাল। তিনটি উইকেট পান সুন্দর। প্রসিদ্ধ কৃষ্ণা ২টি ও মহম্মদ সিরাজ একটি উইকেট তুলে নেন। ব্যাট হাতে আবার ঈশান কিষানের সঙ্গে ওপেন করে দুর্দান্ত ৬০ রান করে দলের ভিত মজবুত করে দেন ক্যাপ্টেন রোহিত। ওপেনার হিসেবে এদিন সুযোগ পেয়ে ঈশান করেন ২৮ রান। তবে এদিন ফের ব্যর্থ বিরাট কোহলি। কিছুতেই যেন রানে ফিরতে পারছেন না তিনি। লং লেগে ফিল্ডার থাকা সত্ত্বেও হুক মেরে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি। আউট হলেন ৮ রানে। https://twitter.com/BCCI/status/1490336940079878146 ভারতের হয়ে শেষদিকে সূর্যকুমার যাদব (৩৪) ও দীপক হুডা (২৬) মিলে দলের হয়ে জয়ের রান তুলে দেন। ক্যারিবিয়ান বোলারদের হয়ে উইকেট পেয়েছেন আলজারি যোসেফ দুটি ও আকিল হোসেন একটি উইকেট নিয়েছেন। এদিন ম্যাচের সেরা অবশ্য রোহিত নন, চার উইকেট নিয়ে হয়েছেন চাহালই। আমদাবাদের ফাঁকা স্টেডিয়ামেই সিরিজের তিনটি ওয়ান ডে ম্যাচ হবে। তারপরে হবে টি ২০ সিরিজ। সেইসময় দল কলকাতায় আসবে। ইডেনেও দর্শকহীন হবে সিরিজের তিনটি ম্যাচই।