শেষ আপডেট: 16th February 2022 17:37
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মা ব্যাটিংয়ের আগে কী জানতেন সুনীল নারিনের কথা? বুধবারই বাংলাদেশ প্রিমিয়ার লিগে নারিন ১৩ বলে হাফসেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন। রোহিত যেভাবে ইডেনে তাঁর ব্যাটিং শুরু করেছিলেন, মনে হচ্ছিল নারিনের নজির আস্ত থাকলে হয়। শেষমেশ হিটম্যান থামলেন ১৯ বলে ৪০ রান করে, যার মধ্যে রয়েছে চারটি চার ও তিনটি ছয়। https://twitter.com/BCCI/status/1494001200819490817 রোহিত ও ঈশান কিশান ভাল শুরু করে দেওয়ার পরে বাকি কাজটি সারলেন সূর্যকুমার যাদব (১৮ বলে ৩৪) ও বেঙ্কটেশ আইয়ার (১৩ বলে ২৪)। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের প্রথমে ব্যাটিং নিয়ে ১৫৭/৭-র বিনিময়ে ভারত সাত বল বাকি থাকতেই ১৬২/৪ করে ছয় উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। দর্শকশূন্য ইডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দলনেতা রোহিত। তার মধ্যে ভারতীয় দলের বোলারদের পারফরম্যান্সে বিপক্ষ শুরু থেকেই চাপে ছিল। প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের ধাক্কা দেন ভুবি। কিন্তু এরপর জুটি বেঁধে ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করেন নিকোলাস পুরান এবং মেয়ার্স। দলগত ৫১ রানের মাথায় মেয়ার্স আউট হলে খেই হারিয়ে ফেলেন ক্যারিবিয়ানরা। ১৪ ওভারে ৯০ রানে ৫ উইকেট খুইয়ে ফেলে ক্যারিবিয়ানরা। যদিও শেষদিকে পোলার্ড এবং পুরানদের মারকুটে ইনিংসের সৌজন্যে ১৫৭ রানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। পুরান ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পোলার্ড করেন ২৪ রান। ভারতের হয়ে এদিন দুর্দান্ত অভিষেক করেছেন রবি বিষ্ণোই। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। হর্ষল প্যাটেল ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। ভারতীয় দল টি ২০ সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেলেও বিরাট কোহলির ফর্ম নিয়ে চিন্তা যাচ্ছে না। রোহিত যতই কোহলির ফর্মকে আড়াল করার চেষ্টা করুন না কেন, তিনি এদিন ফিরলেন মাত্র ১৩ বলে ১৭ রান করে। পাশাপাশি ঋষভ পন্থও আট বলে ৮ রান করে প্যাভিলিয়নের পথ দেখেছেন।