শেষ আপডেট: 22nd September 2023 16:59
দ্য ওয়াল ব্যুরো: সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে জিতল ভারত (India beat Australia by 5 wickets to win the first match of the series)। অনবদ্য ছয় হাঁকিয়ে খেলা শেষ করলেন অধিনায়ক কে এল রাহুল।
এদিন টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে পাঠান রাহুল। প্রথমে ব্যাট করে ২৭৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার করেছিলেন ৫২ রান। স্টিভ স্মিথ ৪১ রান করেন। আর উইকেট কিপার ইংলিস করেছেন ৪৫ রান। অস্ট্রেলিয়ার বড় রান তোলার দৌড় অনেকটাই থামিয়ে দেন মহম্মদ শামি। ৫১ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন শামি।
জয় প্রায় হাতের নাগালে বলে যখন ভারতের ক্রিকেট ভক্তরা ধরে নিতে বসেছিলেন ঠিক তখনই একের পর এক উইকেট চলে যাওয়ায় রীতিমতো চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। স্কোর বোর্ডে ততক্ষণে জ্বলজ্বল করছে ভারতের চার উইকেট খোয়ানোর বিষয়টি। ক্রিজে লোকেশ রাহুল (KL Rahul) ও সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)। দু’জনের যুগলবন্দি ব্যাটিং অবশ্য ফের ধীরে ধীরে চালকের আসনে বসিয়ে দেয় ভারতকে। অনবদ্য ছয় হাঁকিয়ে খেলা শেষ করেন অধিনায়ক কে এল রাহুল।
ফলে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরুর আগে মোহালিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম ম্যাচে ৫ উইকেট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
আরও পড়ুন: শনিবার রাতে যুবভারতীতে ম্যাচ, মোহনবাগান কর্তারা অভয় দিচ্ছেন সমর্থকদের