শেষ আপডেট: 5th February 2022 20:16
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের মাঠে ইতিহাস। রুদ্ধশ্বাস ম্যাচ, বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। পঞ্চমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতার জন্য ভারতের সামনে ১৯০ রানের লক্ষ্য ছিল। জবাবে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে নেয় টিম ইন্ডিয়া। চার উইকেট পড়ে যাওয়ার পর নিশান্ত সিন্ধুর সঙ্গে রাজ বাওয়া দারুণ একটা পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। তাতেই বাজিমাত, ১৪ বল বাকি থাকতেই ভারতীয় যুব দল ১৯৫/৬ করে চার উইকেটে মহা ম্যাচ জিতে নেয়। ব্যক্তিগত ৩৫ রানে বাওয়া আউট হওয়ার পর যেন আরও অনেক মোড় বাকি ছিল। বাওয়া আউট হওয়ার কিছুক্ষণ পরেই আউট হন কৌশল তাম্বে। চাপে পড়ে ভারত। তবে বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে নিশান্ত সিন্ধুর (৫০) ম্যাচ জেতানো অর্ধশতরান বহুদিন মনে থাকবে। তাঁর সঙ্গে অপরাজিত থাকেন দীনেশ বানা (১৩) অপরাজিত থাকেন। https://twitter.com/BCCI/status/1490061738569760768 ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল। লং অনের উপর দিয়ে ছক্কা মেরে বিশ্বকাপ জিতিয়েছিলেন উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল। লং অনের উপর দিয়ে একইভাবে ছয় মেরে ভারতকে বিশ্বকাপ জেতালেন উইকেটরক্ষক দীনেশ বানা। যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সহ-অধিনায়ক শেখ রশিদ ৫০ ও অধিনায়ক ইয়াশ ধুল ১৭ রানে আউট হন। এর আগে দ্বিতীয় বলে শূন্য রানে আউট হন অংকৃশ রঘুবংশী। হারনুর সিং করেন ২১ রান। https://twitter.com/ICC/status/1490055492856647683 ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে অ্যান্টিগার মাঠে ৪৪.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৯৫ রান করেন জেমস রিউ। ভারতের পক্ষে রাজ বাওয়া ৫টি ও রবি কুমার ৪টি উইকেট নেন। কৌশল তাম্বে ১টি সাফল্য পেয়েছেন। এক সময় ৯১ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। এরপর রেভ এবং জেমস সেলস (৩৪) অষ্টম উইকেটে ৯৩ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে সম্মানজনক স্কোরে নিয়ে যান। https://twitter.com/WisdenIndia/status/1490059045461708800 যদিও ভারতীয় দলের ব্যাটসম্যানরা সারা টুর্নামেন্টে যে ছন্দে ছিলেন, তাতে করে এই ম্যাচ ভারত জিতে যাবে, পরিষ্কারই ছিল। এই দলটিতে এতগুলি ম্যাচ উইনার রয়েছে যে, আগামী দিনের তারকারা এই দলেই রয়েছেন, বেশ বোঝা যাচ্ছে। একেবারে স্নায়ুর লড়াইকে মসৃণভাবে জিতে ভারতীয় যুব দল প্রমাণ করল তারাই যোগ্য বিশ্বসেরা হওয়ার পিছনে। রাজ বাওয়া হয়েছেন ফাইনালে ম্যাচের সেরা। পাশাপাশি বাংলার রবি কুমার, নিশান্ত সিন্ধুূরাও উজ্জ্বল ছিলেন পুরো টুর্নামেন্টে। দলের নেতা যশ ধুল তো আগামী দিনের তারকা হবেন, আভাস দিয়েছেন। ভারতীয় সময়ে মধ্যরাতে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই প্রশংসার বন্যা বয়ে যায়। ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ রাতেই টুইট করে ঘোষণা করেন, দলের প্রতিটি ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে দেওয়া হবে ৪০ লক্ষ টাকা, আর কোচসহ সাপোর্ট স্টাফদের দেওয়া হবে ২৫ লক্ষ টাকা।