শেষ আপডেট: 4th January 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: রোববারই জেলবন্দি ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ফিরিয়ে দিতে চলেছে বাংলাদেশ। পাশাপাশি এ ভারত থেকে বাংলাদেশের মৎস্যজীবীরা ফিরে যাবেন বাংলাদেশে।
কাকদ্বীপ ও নামখানার ওই ৯৫ জন মৎস্যজীবীকে দ্রুত ফেরাতে তৎপর হয়েছিল নবান্ন। রাজ্যের তরফে কেন্দ্রের দৃষ্টিও আকর্ষণ করা হয়। আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহার করেছিল বাংলাদেশ সরকার। এ ব্যাপারে ৩০ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়।
শনিবার সকাল সকাল ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়। পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে বাকি ৭৮ জনকে।
অন্য দিকে, ভারতীয় মৎস্যজীবীদেরও এ দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে বাংলাদেশ সরকার। প্রশাসনের এক সূত্র জানিয়েছে, সোমবার গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হবে তাঁদের। তখন গঙ্গাসাগরেই থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বস্তুত, দু'মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৬টি ভারতীয় ট্রলার। তখন ওই ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন। তারপরই বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী তাঁদের গ্রেফতার করেন। এর পরপরই মৎস্যজীবীদের একটি প্রশাসনের দ্বারস্থ হয়। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীদেরও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মোদ্দা কথা, রোববারই বঙ্গোপসাগরে দুই দেশের বন্দি মৎস্যজীবীরা ঘরে ফিরবেন।