শেষ আপডেট: 12th June 2022 05:27
দ্য ওয়াল ব্যুরো: প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে পারবে কি ঋষভ পন্থের ভারত? নাকি ফের একই পরিণতি হবে? সেইসব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। তবে ভারত ও দক্ষিণ আফ্রিকার (Ind vs SA) দ্বিতীয় টি ২০ ম্যাচ নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা কম নেই। কটকে বসছে এই দ্বিতীয় টি ২০ ম্যাচের আসর। এরই মধ্যে টিকিট শেষ! ভিড় বাড়তে পারে বলে আশঙ্কা করছে ওড়িশা সরকার (Odisha)। তাই মাঠে আসা দর্শকদের জন্য একাধিক বিধি নিষেধ আরোপ করেছে সরকার।
কটকের বরাবাটি স্টেডিয়ামই ভারতের কাছে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা। সেই মত কঠোর পরিশ্রম করছেন ভারতীয় ক্রিকেটাররা। প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে নারাজ তাঁরা। বড় রান তুললেও বোলিংয়ের কঙ্কালসার দশা যেন ফের ফুটে না ওঠে তাই জন্যই কঠোর নেট প্র্যাকটিসে মন দিয়েছে ভারতীয় বোলাররা।
কটকের মাঠে দিল্লির মতই বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে। ব্যাটসম্যানরা যেমন পিচ থেকে সাহায্য পাবেন, তেমন বোলাররা পাবেন। শিশির ফ্যাক্টর হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ গত কয়েকদিনে রাতে শিশির পড়েনি। ফলে সুবিধা পাবেন স্পিনাররাও।
আরও জানানো হয়েছে,জলের বোতল নিয়ে ঢুকতে না দেওয়া হলেও জলের কষ্ট হবে না দর্শকদের। স্টেডিয়ামের মধ্যেই থাকবে পর্যাপ্ত জলের ব্যবস্থা। যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কড়া পুলিশি নজরদারি চালানো হবে।