শেষ আপডেট: 13th December 2023 11:55
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সাত সকালে তৃণমূলের আরও এক নেতার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। আসানসোলের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলার সোহরাব আলির বাড়িতে তল্লাশি অভিযানে হাজির হয়েছে আয়কর দফতর। সেই সঙ্গে বার্ণপুরের রহমতনগর, ধরমপুর সহ আরও বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছেন আয়কর কর্তারা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে চলছে জোরদার তল্লাশি।
সোহরাব আলি আসানসোলের রানিগঞ্জের বিধায়ক ছিলেন। তবে এখন আর সেই পদে নেই তিনি। তাঁর স্ত্রী নার্গিস বেগম আসানসোল পুরনিগমের ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বুধবার ঘুম থেকে ওঠার আগেই ভোরবেলা রহমতপুরে প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। ৯ জন আধিকারিকের একটি দল গাড়ি নিয়ে হাজির হয় সেখানে। ভোর ৫.৩০ থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে ফেলে চলছে তল্লাশি অভিযান।
শুধু সোহরাব আলির বাড়ি নয়, বুধবার বার্ণপুরের একাধিক এলাকায় আয়কর দফতরের বিভিন্ন দল তল্লাশি চালাচ্ছে। ধরমপুরের এক লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের বাড়িতেও হাজির হয়ে গেছে কেন্দ্রীয় সংস্থা। বুধবার কাকভোরে একাধিক জায়গায় আয়কর হানার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বার্ণপুরে।
এর আগে সোমবার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের ঢাকুরিয়ার বাড়িতে অভিযান চালিয়েছিল আয়কর দফতর। উৎপলের বিরুদ্ধে বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। এছাড়া আর্থিক তছরুপ, কর ফাঁকি সহ বিভিন্ন অভিযোগে তাঁর বাড়িতে হানা দেয় আয়কর দফতর।
সোমবার রাতেই নদিয়ার কল্যাণীর ৫ নম্বর ওয়ার্ডের একটি মদের কারখানাতে আয়কর হানার ঘটনা ঘটেছিল। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে করে নিয়ে গিয়ে ৬ জন আয়কর আধিকারিকের একটি দল বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর মদ প্রস্তুতকারক সংস্থা বৌধ ডিস্টিলারির ওড়িশার অফিসে হানা দিয়ে সোমবার নগদ ৩৫৪ কোটি টাকা উদ্ধার করেছিলেন আয়কর আধিকারিকরা, যা নিয়ে জাতীয় রাজনীতিতে কার্যত তোলপাড় পড়ে যায়। বৌধ ডিস্টিলারিতে বিপুল অঙ্কের সেই নগদ উদ্ধারের ঘটনার সঙ্গে কল্যাণীর আয়কর হানার যোগসূত্র রয়েছে বলে জানা গেছে।